সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ঢাকা-চট্টগ্রাম লড়াই

হোয়াটমোরের বরিশালের প্রতিপক্ষ খুলনা

ক্রীড়া প্রতিবেদক

এক দিন বিশ্রাম শেষে আজ আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। আজ দুটি খেলা। দুপুর দেড়টায় মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। ঢাকা আজ খেলবে দ্বিতীয় ম্যাচ। প্রতিপক্ষ চট্টগ্রামের তৃতীয় ম্যাচ। বরিশাল ও খুলনা নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আজ। 

বিপিএলের সূচনা ম্যাচে চমক দেখায় ঢাকা। বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামের হ্যাটট্রিকে আসরের সর্বোচ্চ ৪ বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারায়। কুমিল্লার ২০ ওভারে ৬ উইকেটে ১৪৩ রান ঢাকা টপকে যায় মোহাম্মদ নাঈম শেখের দুরন্ত ব্যাটিংয়ে। ৫ উইকেটের জয়ের আত্মবিশ্বাস নিয়ে মোসাদ্দেক সৈকতের ঢাকা আজ চট্টগ্রামের মুখোমুখি হচ্ছে। বিপিএলের বাকি ম্যাচগুলো খেলাতে ঢাকা দলভুক্ত করেছে অস্ট্রেলিয়ার অ্যালেক্স রসকে। শুভাগত হোমের চট্টগ্রাম দুই ম্যাচে অংশ নিয়ে একটিতে জিতেছে এবং একটিতে হেরেছে। প্রথম ম্যাচে চট্টগ্রাম ৭ উইকেটে হারায় মাশরাফির বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সকে। সন্ধ্যার ম্যাচে ডেভিড হোয়াটমোর ও মিজানুর রহমান বাবুলের ফরচুন বরিশালের প্রতিপক্ষ খুলনা। বরিশাল প্রথম ম্যাচে শক্তিশালী রংপুর রাইডার্সকে হারায় ৫ উইকেটে। নুরুল হাসান সোহান, সাকিব আল হাসানের রংপুর সংগ্রহ করে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রান। বরিশাল সেটা টপকে যায় ৫ উইকেট হারিয়ে। শক্তিশালী বরিশালকে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। তামিম বাহিনীর প্রতিপক্ষ এনামুল হক বিজয়ের খুলনা ৪ উইকেটে হারায় চট্টগ্রামকে।

সর্বশেষ খবর