সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

যুব বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের মিশন নিয়ে দক্ষিণ আফ্রিকা যান মাহফুজুর রহমান, আশিকুর রহমানরা। কিন্তু শুরুটা ভালো হয়নি। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে বাংলাদেশ অনূর্ধŸ-১৯। ৮৪ রানে হেরেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের কাছে। হারলেও অনূর্ধŸ-১৯ যুব বিশ্বকাপের পরের রাউন্ডে খেলার আশা জিইয়ে আছে টাইগার যুবাদের। এজন্য মাহফুজ বাহিনীকে গ্রুপের পরের দুটি ম্যাচ জিততেই হবে। নিয়ম অনুযায়ী গ্রুপের সেরা তিন দল পরের রাউন্ডে খেলবে। টাইগার যুবাদের আজকের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। আইরিশ যুবারা নিজেদের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়েছে ৭ উইকেটে। বাংলাদেশ ও আয়ারল্যান্ড আজ মুখোমুখি হবে ব্লোমফন্টেইনে। ভারত খেলবে দুর্বল প্রতিপক্ষ মার্কিন যুবাদের বিপক্ষে। গত পরশু ভারত প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান করে। টাইগার যুবাদের পক্ষে ৫ উইকেট নেন মারুফ মৃধা। ২৫২ রানের টার্গেটে খেলতে নেমে টাইগার যুবারা গুটিয়ে যায় ৪৫.৫ ওভারে ১৬৭ রানে। সর্বোচ্চ ৫৪ রান করেন মোহাম্মদ শিহাব জেমস। গ্রুপের আরেক ম্যাচে আইরিশ যুবারা ৭ উইকেটে হারায় মার্কিন যুবাদের। মার্কিন যুবারা ৪০.২ ওভারে ১০৫ রান করে। সর্বোচ্চ ২২ রানের অপরাজিত ইনিংস খেলেন খুশ ভালালা। আয়ারল্যান্ড ২২.৫ ওভারে টপকে যায় মার্কিনিদের টার্গেট। সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন রায়ান হান্টার।

সর্বশেষ খবর