সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মোহামেডান কত দূর যাবে

ক্রীড়া প্রতিবেদক

মোহামেডান কত দূর যাবে

পেশাদার ফুটবল লিগে ঢাকা মোহামেডান কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। অথচ তাদের চির প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী লিগে সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে। নতুন দল হিসেবে বসুন্ধরা কিংস দেশের সর্বোচ্চ লিগে টানা চারবার চ্যাম্পিয়ন হয়ে ৭৫ বছরে ঘরোয়া ফুটবলে অবিস্মরণীয় রেকর্ড গড়েছে। শেখ জামাল ধানমন্ডি ৩ ও শেখ রাসেল ক্রীড়াচক্র একবার চ্যাম্পিয়ন হয়েছে।

যাক চ্যাম্পিয়ন না হলেও প্রথম তিন লিগে রানার্সআপ হয় মোহামেডান। এরপর থেকেই নিচে নামতে থাকে। দুইবার তো রেলিগেশনের শঙ্কায় ছিল। ফুটবলে দুর্বল দল গড়ায় মোহামেডানের এখন যে অবস্থা তাতে চতুর্থ স্থানে থাকাটা চ্যাম্পিয়নের মতো। প্রথম পেশাদার লিগে প্রথম লেগে আবাহনীর চেয়ে এগিয়ে ছিল। এরপর আর লিগ চলা অবস্থায় আবাহনীকে টপকাতে পারেনি বা পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকতে পারেনি। এবারই ব্যতিক্রম চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কিংস। সমান ম্যাচে ৩ জয়, ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে মোহামেডান দ্বিতীয় স্থানে রয়েছে। ৭ পয়েন্ট নিয়ে আবাহনী তৃতীয় স্থানে। এমনকি পরের ম্যাচেই ঐতিহ্যবাহী দলটি শীর্ষেও উঠে যেতে পারে। ২৬ জানুয়ারি কিংস যদি তাদের পরবর্তী ম্যাচে ঢাকা আবাহনীর কাছে হেরে যায়। আর চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মোহামেডান জিতলেই লিগে শীর্ষে উঠে যাবে। প্রশ্ন হচ্ছে মোহামেডান তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারবে কি না? প্রথমে লেগেই এখনো তাদের চট্টগ্রাম আবাহনী, বসুন্ধরা কিংস, রহমতগঞ্জ, শেখ জামাল ও ঢাকা আবাহনীর সঙ্গে খেলা রয়েছে। দ্বিতীয় লেগে পুরোটাই পড়ে আছে। গত মৌসুমে আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ায় মোহামেডান উজ্জীবিত। এবার মৌসুমের প্রথম ট্রফি স্বাধীনতা কাপে রানার্সআপ হয়েছে। তবে লিগ জেতা বা রানার্সআপ হওয়ার মতো দল গড়েনি মোহামেডান। কতদূর যাবে এটাই প্রশ্ন। হেড কোচ আলফাজ আহমেদ বলেন, ‘ছেলেরা ভালো খেলছে। কোন পজিশনে থাকব বলা মুশকিল। ধারাবাহিকতা ধরে রেখে সম্মানজনক স্থানে থাকাটাই টার্গেট।’

সর্বশেষ খবর