মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশের প্রথম জয়

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের প্রথম জয়

আহরার আমিন ও মোহাম্মদ শিহাব জেমস পঞ্চম উইকেটে জুটি বেঁধে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে দারুণ এক জয় উপহার দিয়েছেন। ১৩০ রানে চতুর্থ উইকেটের পতনের পর দুজনে ১০৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে টাইগার যুবাদের ১৯ বল হাতে রেখে ৬ উইকেটের সহজ জয় উপহার দেন। ভারতের কাছে প্রথম ম্যাচে টাইগার যুবারা হেরেছিল ৮৪ রানে। গতকাল ‘সি’ গ্রুপের খেলায় অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ নামিবিয়া যুবাদের হারিয়েছে ৪ উইকেটে।   

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই। দ্বিতীয় রাউন্ডে খেলতে আইরিশ যুবাদের হারানোর বিকল্প ছিল না। ভারতের কাছে প্রথম ম্যাচ হেরে পাল্টে গিয়েছিল সমীকরণ। শুধু আইরিশ যুবাদের হারালেই নয়, হারাতে হবে ২৬ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ দলকেও। এমন সমীকরণের ম্যাচে আইরিশ যুবাদের ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক মাহফুজুর। টাইগার যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দারুণ ব্যাটিং করেন কিয়ান হিলটন। খেলেন ৯০ রানের প্রত্যয়ী ইনিংস। ১১৩ বলে ১১ চার ও ১ ছক্কায় ইনিংসটি খেলেন। ৯৫ রানে চতুর্থ উইকেটের পতনের পর জুটি বাঁধেন কিয়ান হিলটন ও স্কট ম্যাকবেথ। দুজনে ১৬.৩ ওভার বা ৯৯ বলে যোগ করেন ৮১ রান। টাইগার যুবাদের পক্ষে ২টি করে উইকেট নেন মারুফ মৃধা ও শেখ পারভেজ ইমন।

টার্গেট ২৩৬ রান। সেই টার্গেটে দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও আদিল বিন সিদ্দিক ১৯.১ ওভারে ৯০ রানের ভিত দেন। সিদ্দিক ৩৬ রান করেন ৬৩ বলে ৩ চারে। দলের সেরা ব্যাটার আশিকুর শিবলি ৪৪ রানের ইনিংস খেলেন ৬০ বলে ৩ চারে। শিবলি সাজঘরে ফেরেন ২২.৪ ওভারে ১০৭ রানে। দুই ওপেনারের বিদায়ের পর রিজওয়ান ২১ রানের ইনিংস খেলেন। ১৩০ রানে চতুর্থ উইকেটের পতনের পর আহরার আমিন ও চৌধুরী শিহাব জেমস জুটি বাঁধেন। দুজনে পঞ্চম উইকেট জুটিতে ১৯.২ ওভারে যোগ করেন ১০৯ রান। শিহাব টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি করেন। ভারতের বিপক্ষে ৫৪ রানের পর গতকাল অপরাজিত ছিলেন ৫৫ রানে। আহরার অপরাজিত ছিলেন ৪৫ রানে।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ : ২৩৫/৮, ৫০ ওভার (জর্ডান নেইল ৩১, কিয়ান হিলটন ৯০, ফিলিপস লি রক্স ১৩, স্কট ম্যাকবেথ ২৭, জন ম্যাকনেলি ২৩। রোহানাত দৌলা বর্ষণ ১০-১-৪৫-১, মারুফ মৃধা ৮-০-৪৫-২, শেখ পারভেজ ইমন ১০-১-৫৪-২, রাফি উজ্জামান রাফি ৯-০-৪২-১. মাহফুজুর রহমান রাব্বি ৯-১-২৭-১, আহরার আমিন ১-০-৫-০, আরিফুল ইসলাম ৩-১-১০-০)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ২৩৯/৪, ৪৬.৫ ওভার (আশিকুর রহমান শিবলি ৪৪, আদিল বিন সিদ্দিক ৩৬, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ২১, আরিফুল ইসলাম ১৭, আহরার আমিন ৪৫*, মোহাম্মদ শিহাব জেমস ৫৫*। রিওবেন উইলসন ৫-০-২৫-০, অলিভার রিলে ৬-০-৩৭-০, জন ম্যাকনেলি ৭-১-২৩-১, কারসন ম্যাককুলো ৯-০-৪৩-০, স্কট ম্যাকবেথ ১০-০-৪১-২, ম্যাথু ওয়েলডেন ৬.৫-০-৪৬-১ , জর্ডান নেইল ৩-০-১৮-০)।

সর্বশেষ খবর