বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দৃষ্টি এখন পাপনের দিকে

ক্রীড়া প্রতিবেদক

দৃষ্টি এখন পাপনের দিকে

১৯৭৯ সালের পর বাংলাদেশে অনেকে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। নাজমুল হাসান পাপনই প্রথম ক্যাবিনেট মন্ত্রী হিসেবে ক্রীড়াঙ্গনের দায়িত্বে। সেই সঙ্গে যুব মন্ত্রণালয়ও। অনেক ক্রীড়া প্রতিমন্ত্রী এসেছেন ও বিদায় নিয়েছেন। কিন্তু ক্রীড়া মন্ত্রণালয়ে বসার পর থেকে ক্রীড়ামোদীদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন পাপনই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াঙ্গনকে কতটা গুরুত্ব দেন তার প্রমাণ মেলে প্রথমবার পূর্ণ ক্রীড়ামন্ত্রী করায়। পাপন এখনো বিসিবির সভাপতি। তাতে কী, শুরু থেকেই তিনি ক্রীড়াঙ্গন নিয়ে তৎপর। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামসহ অন্য স্টেডিয়ামগুলোর নির্মাণকাজের খোঁজখবর নিয়েছেন। কাজের অগ্রগতিতে তিনি যে সন্তুষ্ট নন তাঁর ব্রিফিংয়ে প্রমাণ মিলেছে। গতকাল ক্রীড়ামন্ত্রী ১০টি ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বসেছিলেন। তাঁদের চাহিদার কথা মনোযোগসহকারে শুনেছেন। তিনি যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তাতে ফেডারেশনের কর্মকর্তারা খুশি। তবে এও বলেছেন, ‘সহযোগিতা করব অবশ্যই। কিন্তু সাফল্য দেখাতে হবে। কোনো গ্রুপিং বা নোংরামি বরদাশত করব না।’

মাত্র কদিন হলো পাপন ক্রীড়াঙ্গনের অভিভাবকের দায়িত্ব পেয়েছেন। অথচ তাঁকে ঘিরে ক্রীড়ামোদীদের যে আগ্রহ তৈরি হয়েছে তা অতীতে কারও বেলায় হয়নি। সত্যি বলতে কি, শুরুতে মন্ত্রী হিসেবে তাঁর পারফরম্যান্স চোখে পড়ার মতো। আজ বড় দুই ফেডারেশন বাফুফে ও হকি ফেডারেশনের সঙ্গে মন্ত্রীর বসার কথা। দুই ফেডারেশন নিয়ে পাপন আজ কী কলবেন তা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। বাফুফে ঘিরে যেমন বিতর্ক রয়েছে, হকিতে গেল নির্বাচনে ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের সহযোগিতায় আজব কান্ড ঘটেছে। তা কি পাপন জানতে চাইবেন?

সর্বশেষ খবর