বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শ্রীলঙ্কান নারীদের সহজেই হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কান নারীদের সহজেই হারাল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল টি-২০ ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলেছে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে। গতকাল কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টাইগার নারী যুবারা ৫ উইকেটে হারিয়েছে সফরকারী শ্রীলঙ্কান যুবাদের। টুর্নামেন্টের আরেক দল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২৭ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে। আগামীকাল শ্রীলঙ্কার প্রতিপক্ষ পাকিস্তানি নারী যুব দল। তিন জাতির টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে ডাবল লিগ পদ্ধতিতে।

প্রথমে ব্যাট করে সফরকারীরা ২০ ওভারে ৯ উইকেটে ৯৫ রান করে। দলটির পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন রাশমি রেতাঞ্জলি। রাশমি ইনিংসটি খেলেন ২৩ বলে ১ ছক্কায়। এ ছাড়া ভিশমি গুনারতনা ১৯ ও মানুদি দুলানশার ব্যাট থেকে আসে ১০ রান। বাকিরা কেউ ২ অঙ্কের ঘরে যেতে পারেনি। নারী যুবাদের জয়ের নায়িকা রাবেয়া খাতুন। দারুণ বোলিং করেছেন। ৪ ওভারের স্পেলে ১৩ রানের খরচে নেন ৩ উইকেট। নিশিতা আক্তার নিশি ১৯ রানের খরচে নিয়েছেন ৩ উইকেট। ১ উইকেট নিয়েছেন হাবিবা ইসলাম পিংকি। টার্গেট ৯৬ রান। ওভারপ্রতি টার্গেট ৪/৮। জয়ের টার্গেটে খেলতে নেমে দুই ওপেনার সুমাইয়া আক্তার ১৪ ও ফাহমিদা ছোঁয়া ৬ রান করেন। এরপর দলকে জয়ের বন্দরে নিয়ে যান অধিনায়ক সুমাইয়া আক্তার ২৭। ৩৬ বলের ইনিংসে মেরেছেন ২টি চার এবং জান্নাতুল মহুয়া ২৭ রানের অপরাজিত ইনিংস খেলেন ২৯ বলে ৩ চারে।

 

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল : ৯৫/৯, ২০ ওভার (ভিশমি গুনাপাথি ১৯, মানুদি দুলানশা ১০, রাশমি রেতাঞ্জলি ২১। হাবিবা ইসলাম ৩-০-১৪-১, নিশিতা আক্তার ৩-৪-০-১৯-৩, রাবেয়া খান ৪-১-১৩-৩।)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ৯৬/৫, ১৮.৩ ওভার (সুমাইয়া আক্তার ১৪, ইভা খাতুন ২৭, আফিয়া আসিমা ইরা ২৭*। রাশমিকা শেনওয়ান্দি ৩-০-২১-১, শশীনি জিমানি ৪-০-২২-৩, মানুদি দুলানশা ১-০-২-১)।

ফল : বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : রাবেয়া খাতুন।

সর্বশেষ খবর