বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

প্রশ্নবিদ্ধ গফুরভের নিষেধাজ্ঞা

ক্রীড়া প্রতিবেদক

প্রশ্নবিদ্ধ গফুরভের নিষেধাজ্ঞা

ওড়িশা এফসির কাছে হেরে বসুন্ধরা কিংস এএফসি কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। ১১ ডিসেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হয় ভুবনেশ্বর স্টেডিয়ামে। ওই ম্যাচে ড্র করলেই কিংস দ্বিতীয় রাউন্ডে চলে যেত। প্রায় দেড় মাস আগে ম্যাচটি হলেও এএফসির এক সিদ্ধান্ত অবাক করেছে। তারা কিংসের উজবেক ফুটবলার আসরোর গফুরভকে এএফসির টুর্নামেন্টে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে। ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে প্রতিপক্ষের আহমেদ জাহুকের সঙ্গে গফুরভের ধাক্কা লাগলে জাহু মাটিতে পড়ে যান। অনেকের দৃষ্টিতে যা অনিচ্ছাকৃত ছিল। ফাউল যদি হয়েও থাকে বড়জোর এখানে গফুরভকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করা যেত। রেফারি লাল কার্ড শো করায় মাঠে ও টিভিতে দেখা দর্শকরা অবাক হয়ে যান। কোনো প্রতিবাদ না করেই গফুরভ মাঠ ছাড়েন। কিংস ১০ জনের দলে পরিণত হলে সুযোগটা কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধে গোল করে ওড়িশা জিতে যায়।

এএফসির ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি গফুরভকে দুই ম্যাচ নিষিদ্ধ করে। প্রশ্ন হচ্ছে-  এত দিন পর কেন এই শাস্তি। লাল কার্ড দেখার পর গফুরভ তো রেফারির সঙ্গে তর্ক করেননি। মাঠের বাইরে গিয়ে হইচই করেননি। তাহলে তাকে নিষিদ্ধ করা হলো কীসের ভিত্তিতে। একে তো লাল কার্ড নিয়ে বিতর্ক ছিল, তারপর আবার এমন শাস্তিতে প্রশ্ন উঠেছে এএফসি নিরপেক্ষতা হারিয়েছে কি না।

সর্বশেষ খবর