শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অপরাজিত কিংসের সামনে আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

অপরাজিত কিংসের সামনে আবাহনী

ঘরোয়া ফুটবলে রেকর্ড বলতে একসময় মোহামেডান-আবাহনীকে বোঝাত। একের পর এক শিরোপা জিতে জনপ্রিয় দুই দল অনেক রেকর্ড গড়েছে। এগুলো ভাঙা কারও পক্ষে সম্ভব কি না সংশয় ছিল। কিন্তু বসুন্ধরা কিংসের আবির্ভাবের পর সব এলোমেলো হয়ে গেছে। অভিষেকের পর থেকে রেকর্ড পিছু ছাড়ছে না কিংসের। অল্প বয়সেই কিংস যে ইতিহাস গড়েছে তা অন্য কারও পক্ষে সম্ভব হয়নি। সত্যি বলতে কি, একেকটা লিগ শিরোপা বসুন্ধরার একেকটা রেকর্ড। ১৯৪৮ সালে ঢাকায় লিগ শুরুর পর অন্যরা যা পারেনি তা অভিষেকের পাঁচ বছরের মধ্যে কিংস পেরেছে। টানা চারবার লিগ জেতার কৃতিত্ব শুধু কিংসেরই।

অভিষেক আসর থেকেই টানা লিগ জিতছে। এবারও তারা শীর্ষে রয়েছে। চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে লিগে সবার ওপরে কিংস। আজ রবসনদের পঞ্চম ম্যাচ, যদি জিতে যায় তাহলে প্রথম লেগে শীর্ষে থাকাটা কিংসের প্রায় নিশ্চিত বলা যায়। গোপালগঞ্জে শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে কিংসের প্রতিপক্ষ ঢাকা আবাহনী। বিকাল পৌনে ৩টায় ম্যাচটি শুরু হবে। বসুন্ধরা আসার পরই লিগে আবাহনীর বিপর্যয় নেমে এসেছে। এবার তো তাদের শুরুটা ছিল হতাশায়। রহমতগঞ্জের বিপক্ষে ড্র ও পরের ম্যাচে ফটিস এফসির কাছে হেরে দুই ম্যাচে মূল্যবান ৫ পয়েন্ট নষ্ট করে ফেলেছে ছয়বারের চ্যাম্পিয়নরা। এর পরই অনেকটা চেনারূপে ফিরেছে ৫২ বছরের ঐতিহ্যবাহী ক্লাবটি। শেখ জামাল ও শেখ রাসেলকে হারিয়ে লিগে এখন তাদের অবস্থান ৩-এ।

প্রশ্ন হচ্ছে, আজ এবিজি বসুন্ধরা লিগে কে জিতবে? নাকি পয়েন্ট ভাগাভাগি হবে? ঢাকা মোহামেডান চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে। পুলিশ এফসি, শেখ রাসেল ও শেখ জামাল শক্তিশালী হলেও শেষ পর্যন্ত শিরোপার লড়াই বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে ফুটবলপ্রেমীদের ধারণা। তাই আজকের ম্যাচ দুই দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিংস জিতলে আবাহনীর চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে যাবে। আবাহনী জিতলে ২ পয়েন্টে পিছিয়ে থাকবে। ড্র হলে দুই দলের ব্যবধান ৫-ই থাকবে।

লিগে কিংস টানা চারবার চ্যাম্পিয়ন হলেও অপরাজিত ছিল না। চার লিগে হেরেছে চার ম্যাচ। তবে আবাহনীর বিপক্ষে আট ম্যাচ খেলেও অপরাজিত রয়েছে কিংস। আজও কিংস ধারাবাহিকতা ধরে রাখবে, নাকি লিগে প্রথম জয় পাবে আবাহনী? ম্যাচে কী ঘটবে বলা মুশকিল। তবে দুই দলই নির্ভর থাকবে ব্রাজিলিয়ান ফুটবলারদের ওপর। কিংসে রবিনহো, ডরিয়েলটন, মিগেল; অন্যদিকে আবাহনীর জনাথন, ওয়াশিংটনদের পারফরম্যান্সই বলে দেবে শেষ পর্যন্ত কার মুখে হাসি ফুটবে। অবশ্য কিংসের রাকিবও কিছু ঘটিয়ে ফেলতে পারেন।

সর্বশেষ খবর