শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে আজ। ভোর ৫টা থেকে শেখ হাসিনা সরণি (৩০০ ফিট রাস্তা) দিয়ে কাঞ্চন ব্রিজ পর্যন্ত দৌড়াবেন অ্যাথলেটরা। সেখান থেকে আবারও শেখ হাসিনা সরণিতে ফিরে আসবেন। আসা-যাওয়া মিলিয়ে মোট ৪২.১৯৫ কিলোমিটার শেষ করবেন দৌড়বিদরা। এবারের ম্যারাথনে দেশি-বিদেশি ৬ হাজারেরও বেশি দৌড়বিদ অংশগ্রহণ করছেন। গতকাল ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রথম অনুষ্ঠিত হয় ২০২১ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর ১০০তম জন্মবার্ষিকীতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের জন্য। এরপর থেকে প্রতি বছরই এ ম্যারাথন আয়োজন করা হচ্ছে।

সর্বশেষ খবর