শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হকিতে সেরা দল গড়ছে আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

হকির বন্ধ দুয়ার খুলতে যাচ্ছে। ৩১ জানুয়ারি বহু প্রতিক্ষীত প্রিমিয়ার লিগের দল বদল শুরু। তার আগে ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে শীর্ষ স্থানীয় ক্লাবগুলো। এতেই বোঝা যাচ্ছে দেশের শীর্ষ লিগ মাঠে গড়ানোটা সময়ের ব্যাপার। আসছে লিগে সবচেয়ে শক্তিশালী দল গড়বে ঢাকা আবাহনী। গতকাল ফেডারেশনে এসে টোকেন তুলেছেন পুস্করক্ষীসা মিমো, আরশাদ ও গোলরক্ষক অসীম। পুস্কর নিজেই আবাহনীতে খেলার কথা বলেছেন। এ ছাড়া নিশ্চিত করেছেন রেজাউল করিম বাবু, ফরহাদ হোসেন শিতুল, নাইম, আমান শরিফ, রাকিবুল হাসান, মোহাম্মদ আবদুল্লাহ। শিরোপা জেতার জন্যই বিগ বাজেটে দল গড়ছে আবাহনী।

পেনাল্টি কর্নার এক্সপার্ট আশরাফুরকে ধরে রাখতে চায় মোহামেডান। কিন্তু আবাহনী তাকে পেতে আগ্রহী। সাদা-কালোদের টার্গেট পুরনো খেলোয়াড়দের ধরে রাখা। যার মধ্যে রাসেল মাহমুদ জিমি, সারোয়ার হোসেন, আশরাফুল, শাওন ও আমিরুলরা আছেন। নতুন হিসেবে আল নাহিয়ানকে নিশ্চিত করেছে। ঊষা ক্রীড়াচক্র আরশাদ ও অসীমের সঙ্গে নিলয়কেও নিতে চাচ্ছে। গতবারের চ্যাম্পিয়ন মেরিনার্স অনেকটা নীরব। তারা নাকি দল বদল পেছানোর পক্ষে। ফেডারেশনের টার্গেট ঘোষিত তারিখেই দলবদল শুরু করা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর