শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ব্যাটিংয়ে সাকিব কেন ৮ নম্বরে!

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

ব্যাটিংয়ে সাকিব কেন ৮ নম্বরে!

রংপুর রাইডার্সের জার্সিতে ব্যাটিংয়ে সাকিব

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দলে যোগ দেওয়ায় রাইডার্সের শক্তি আরও বেড়ে গেছে। যদিও শতভাগ সুস্থ নন। বাম চোখের সমস্যায় ভুগছেন লাল-সবুজের ক্যাপ্টেন। গতকাল সিলেটে টানা চার ওভারে বোলিং কোটা শেষ করলেন। উইকেট না পেলেও দারুণ বোলিং করেছেন। ২৪টি ডেলিভারির মধ্যে ১০টিই দিয়েছেন ডট। সাকিবের ওভার থেকে কোনো ছক্কা হয়নি, তবে দুটি বাউন্ডারি এসেছে। চার ওভারে মাত্র ২১ রান দিয়েছেন। ফিল্ডিংয়ে সাকিবকে দেখে বেশ স্বাচ্ছন্দ্যই মনে হচ্ছিল। কিন্তু রংপুর রাইডার্সের ব্যাটিং অর্ডারে দেখা গেল সাকিব লোয়ার অর্ডারে। তিন নম্বর থেকে একদম আটে। কেন সাকিব আল হাসানের ব্যাটিং অর্ডারের এই অবনমন? ব্যাখ্যায় রংপুর রাইডার্সের কোচ সোহেল ইসলাম বলেন, ‘আপনারা সবাই জানেন, তার চোখে সমস্যা আছে। এখানে আসলে বোলিংটা করা যায়। কিন্তু ব্যাটিং করতে গেলে কিছু প্রস্তুতির ব্যাপার আছে। যেহেতু সেই প্রস্তুতিটা নিতে পারেনি, সে জন্য আসলে ব্যাটিংয়ে পরে নেমেছে।’  বিপিএলে সাকিবকে কী এই দায়িত্বেই  দেখা যাবে? কোচের ভাষ্য, ‘আমার সঙ্গে যেটা কথা হয়েছে, ওকে একটু সময় দিতে হবে। কয়েকটা সেশন গেলে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’ সাকিব সিঙ্গাপুরে চোখের বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে গিয়েছিলেন। গত পরশু সন্ধ্যায় সিলেটে দলের সঙ্গে যোগ দিয়েছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, সাকিব বাঁ চোখে এক্সট্রাফোভিয়্যাল সেন্ট্রাল সেরস কোরিওরেটিনোপ্যাথি সমস্যায় ভুগছেন। সাকিবের চোখের চিকিৎসা করা মেডিকেল বিভাগ জানিয়েছে, সাকিবের পুরোপুরি সুস্থ হয়ে উঠতে সময় লাগবে। তবে নমনীয় চিকিৎসা পদ্ধতিতেই টাইগার ক্যাপ্টেন সেরে উঠবেন বলে তারা আশাবাদী।

সর্বশেষ খবর