শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আবাহনীকে সহজেই হারাল বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

আবাহনীকে সহজেই হারাল বসুন্ধরা কিংস

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন দেশসেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো। দেশ ও দল সেরা গোলরক্ষকের ফেরার ম্যাচটি স্মরণীয় করে রাখে বসুন্ধরা কিংস। ঢাকা আবাহনীর বিপক্ষে ২-০ গোলের আলোকিত জয়ের ম্যাচে ফিরেছেন জিকো। গতকালের ম্যাচে দলটির অন্ধকার একটা দিকও ছিল। টানা চার আসরের চ্যাম্পিয়ন কিংসের উজবেক ফুটবলার ববুরবেক দুই হলুদ কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হন। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে দুই হেভিওয়েটের লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়নদের পক্ষে গোল ২টি করেন ব্রাজিলের দুই ফুটবলার রবসন রবিনহো ও মিগেইল ফিগেরা। পেশাদার লিগে বর্তমান চ্যাম্পিয়নরা টানা পঞ্চম জয়ে ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে। ঢাকা আবাহনীর এটা দ্বিতীয় হার। আকাশি-হলুদ শিবিরের পয়েন্ট পাঁচ ম্যাচে ৭। ময়মনসিংহে দিনের আরেক ম্যাচে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান গোলশূন্য ড্র করেছে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে। এর ফলে সাদাকালো শিবির পাঁচ ম্যাচে তিন হার ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ২-এ অবস্থান করছে। রাজশাহীতে সাজ্জাদ হোসেনের জোড়া গোলে শেখ জামাল ২-০ ব্যবধানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। জামালের পয়েন্ট পাঁচ ম্যাচে দুই জয়ে ৬।

বসুন্ধরা ও আবাহনী চলতি মৌসুমে দুবার মুখোমুখি হলো। বছরের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপের সেমিফাইনালে আবাহনীকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিলেন রবিনহোরা। সে জয়ের আত্মবিশ্বাস নিয়ে গতকাল মাঠে নামেন কোচ অস্কার ব্রুজোনের শিষ্যরা। আকাশি-নীল শিবির মরিয়া ছিল প্রতিশোধে। গতকালের আগে দুই দল লিগে মুখোমুখি হয়েছিল আটবার। বসুন্ধরা কিং হেসেছে ছয়বার এবং ড্র হয়েছে দুবার। কিংসের বিপক্ষে জয়ের দেখা পায়নি আবাহনী। বর্তমান চ্যাম্পিয়নদের হারাতে যে ঘরানার ফুটবল খেলতে হতো, তার ধারেকাছে যেতে পারেনি আকাশি-নীল শিবির। তবে শুরুটা দারুণ করেছিল আবাহনী। ম্যাচের ৬ মিনিটে প্রথম সুযোগ তৈরি করে আবাহনী। রহমত মিয়ার থ্রো-ইন পেয়ে ডান প্রান্ত থেকে ক্রস করেন মোহাম্মদ হৃদয়। দলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ওয়াশিংটন ব্রান্দাও লাফিয়ে হেড করেন। তৎপর জিকো ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন। ২৪ মিনিটে সুযোগ সৃষ্টি করেন কিংসের রবসন। প্রতিপক্ষের মার্কারকে বোকা বানিয়ে রবসন ক্রস করেন। রাকিব হোসেন হেড করলে ঝাঁপিয়ে রক্ষা করেন আবাহনীর গোলরক্ষক শহীদুল আলম সোহেল। ২৬ মিনিটে গোল করে উৎসবে ভাসে কিংস। মিগেল ফিগেইরার কর্নারে হেড করেন আরেক ব্রাজিলিয়ান ডরিয়েলটন গোমেজ। বল শূন্যে থাকতেই হেডে ১-০ করেন কিংসের অধিনায়ক রবসন রবিনহো। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে। পাসিং ফুটবল খেলে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বসুন্ধরা। ৭২ মিনিটে ব্যবধান ২-০ করে জয় তুলে নেয় ব্রুজোনের দল। রবিনহোর বাড়ানো বল ডরিয়েলটনের সঙ্গে দেওয়া-নেওয়া করে বক্সের ভিতর থেকে ঠান্ডা মাথায় প্রতিপক্ষের গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করেন মিগেল ফিগেইরা।

সর্বশেষ খবর