শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
আরিফুলের সেঞ্চুরি

সুপার সিক্সে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সুপার সিক্সে বাংলাদেশ

সুপার সিক্সে খেলতে মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ দলকে হারাতেই হবে। এমন সমীকরণের ম্যাচে খেলতে নেমে যুক্তরাষ্ট্রকে ১২১ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। গতকাল ব্লোমফন্টেইনে সুপার সিক্সে ওঠার সমীকরণের ম্যাচে সেঞ্চুরি করেছেন আরিফুল ইসলাম। মার্কিন যুবাদের বিপক্ষে গতকাল ৪ নম্বর পজিশনে খেলতে নেমে ১০৩ রানের নান্দনিক ইনিংস খেলেন। তার সেঞ্চুরির ম্যাচে ৫০ ওভারে ৭ উইকেটে ২৯১ রান করে টাইগার যুবারা। চলমান যুব বিশ্বকাপে এখন পর্যন্ত  ১৯ ম্যাচে সেঞ্চুরি হয়েছে পাঁচটি। নিউজিল্যান্ডের দেবিরেড্ডি ১২৫ বলে সর্বোচ্চ ১৪৭ রানে অপরাজিত ইনিংস খেলেন নেপাল ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজের জন এন্ড্রু ৯৬ বলে ১৩০ রান করেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ভারতের মুশির খান ১০৬ বলে ১১৮ রান করেন আয়ারল্যান্ড, পাকিস্তানের শাহজীব খান ১২৬ বলে ১০৬ রান করেন আফগানিস্তান ম্যাচে। টাইগার যুবাদের মিডল অর্ডার ব্যাটার আরিফুল ১০৩ রানের ইনিংসটি খেলেন ১০৩ বলে ৯ চারে। আরিফুল ও আহরার আমিন ১২২ রান যোগ করেন ১৯.১ ওভারে। আহরার ৪৪ রান করেন। ব্যাটিংয়ে নেমে যুক্তরাষ্ট্রের ইনিংস শেষ হয় ১৭০ রানে। টাইগার যুবাদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন মাহফুজুর রহমান। এ জয়ে সুপার সিক্স নিশ্চিত হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের।

সর্বশেষ খবর