শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে গতকাল। ভোর ৫টা থেকে শেখ হাসিনা সরণি (৩০০ ফিট রাস্তা) দিয়ে কাঞ্চন ব্রিজ হয়ে আবার শেখ হাসিনা সরণি পর্যন্ত দৌড়েছেন অ্যাথলেটরা। এবারের ম্যারাথনে দেশি-বিদেশি ৬ হাজারের বেশি দৌড়বিদ অংশগ্রহণ করেন। ফুল ম্যারাথনে এলিট (পুরুষ) বিভাগে কেনিয়ার জোসেফ কিয়েঙ্গো মুনিয়োকি এবং এলিট (নারী) বিভাগে ইথিওপিয়ার লেনসা দেবেলে জালেটা চ্যাম্পিয়ন হন। বাংলাদেশি দৌড়বিদদের মধ্যে ফুল ম্যারাথনে পুরুষ বিভাগে মো. আল আমিন এবং নারী বিভাগে পাপিয়া খাতুন সেরা হয়েছেন। হাফ ম্যারাথনে বাংলাদেশিদের মধ্যে সোহেল রানা ও পৃথি আকতার সেরা হন। সাফ দৌড়বিদদের পুরুষ বিভাগে ভারতের আনিশ থাপা মাগার এবং নারী বিভাগে নেপালের সন্তোষী শ্রেষ্ঠা চ্যাম্পিয়ন হন। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

সর্বশেষ খবর