রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ঘরোয়া ফুটবলে অন্যরকম দিন

ক্রীড়া প্রতিবেদক

ঘরোয়া ফুটবলে অন্যরকম দিন

আলমগীর সরকারের হাতে মাস সেরা রেফারির পুরস্কার তুলে দিচ্ছেন বাফুফের সহসভাপতি ইমরুল হাসান -বাংলাদেশ প্রতিদিন

ম্যাচটি ছিল বড্ডই সাদামাটা। গোলের সুযোগ তেমনভাবে পায়নি দুদলই। এবিজি বসুন্ধরা পেশাদার ফুটবল লিগে গোলহীন ম্যাচে শেখ রাসেল ক্রীড়াচক্র ও ফটিস এফসি পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। আকর্ষণহীন ম্যাচ হলেও গতকাল কিংস অ্যারিনায় যা ঘটেছে তা বাংলাদেশের ফুটবল ইতিহাসে নতুন। এমনকি ১৯৪৮ সালে শুরু হওয়া ঘরোয়া ফুটবলে কখনো ঘটেনি। মৌসুমের পর মৌসুম রেফারিরা শুধু সমালোচিত হয়েছেন। বাহবা বা পুরস্কার জুটবে তা স্বপ্নেও ভাবেননি তারা। এবার তাদের স্বপ্নপূরণ হয়েছে। আর তা বাফুফে সহসভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানের হাত ধরে। লিগে নতুনত্ব আনতে তিনি শুরুর আগে ঘোষণা দিয়েছিলেন এবার থেকে লিগের প্রতিটি ম্যাচে সেরা ফুটলারদের পুরস্কার দেবেন। যেমন কথা তেমন কাজ, তা বাস্তবেও রূপ দিয়েছেন। প্রতি ম্যাচেই দেওয়া হচ্ছে পুরস্কার। তবে এক্ষেত্রে আবার বসুন্ধরা কিংস অ্যারিনা ব্যতিক্রম। জাতীয় দলের সাবেক ফুটবলারদের অতিথি করেই পুরস্কার দেওয়া হচ্ছে।

গতকাল কিংস অ্যারিনাতেই ডিসেম্বর মাসের সেরা রেফারির পুরস্কার ও নগদ ৫০ হাজার টাকা তুলে দেন জনপ্রিয় সংগঠক ইমরুল হাসান। একে ফুটবলে এক অন্যরকম দিনও বলা যায়। প্রথম ভাগ্যবান রেফারির নাম আলমগীর সরকার। তিনি তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, ‘এ পুরস্কার আমাকে সামনে আরও ভালো ম্যাচ পরিচালনার ক্ষেত্রে অনুপ্রাণিত করবে।’ ম্যাচে সেরা খেলোয়াড় ফটিসের ওমর বাবৌয়ের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার আবদুল গাফফার। মুন্সীগঞ্জে আরেক ম্যাচে পুলিশ ও রহমতগঞ্জও গোলশূন্য ড্র করে।

সর্বশেষ খবর