রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ক্যাম্ফার আলোয় উজ্জ্বল চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

একাই চারটা ক্যাচ লুফে নিলেন। মাত্র ২০ রান দিয়ে চারটা উইকেটও নিলেন। এর আগে ব্যাট হাতে বাইশগজে নেমে মাত্র ৯ বলে অপরাজিত ২৯ রানের একটি টর্নেডো ইনিংস খেললেন। আইরিশ তারকা কার্টিস ক্যাম্ফারের ক্যারিশমেটিক অলরাউন্ড পারফরম্যান্সে ১০ রানে ফরচুন বরিশালকে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে গেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চার ম্যাচে তাদের পয়েন্ট ছয়। এক ম্যাচ কম খেলে ছয় পয়েন্ট নিয়ে নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে খুলনা টাইগার্স। অভিজ্ঞদের নিয়ে তারকাসমৃদ্ধ দল গড়েও ভাগ্য বদলাচ্ছে না ফরচুনের। আরও একটি ম্যাচে হারল তামিম ইকবালের বরিশাল। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কান তারকা আভিস্কা ফার্নান্দোর টর্নেডো ব্যাটিংয়ে ১৯৩ রান করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১৯৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৮৩ রানেই আটকে যায় বরিশালের ইনিংস। গতকাল দুপুরে বাইশগজে রীতিমতো ঝড় তুলেছিলেন আভিস্কা। ওপেনিংয়ে নেমে ৫০ বলে খেলেন হার না মানা ৯১ রানের ইনিংস। ৯ রানের জন্য সেঞ্চুরি মিস হলেও লঙ্কান তারকার ব্যাটিংয়েই চ্যালেঞ্জার্সের স্কোর ২০০-এর কাছাকাছি চলে যায়। আভিস্কা সাতটি ছক্কা ও পাঁচটি চার হাঁকিয়েছেন। চট্টগ্রামের শুরুটা ধীরগতির হলেও শেষ দিকে দ্রুত রান ওঠে।

অন্যদিকে ফরচুনের শুরুটাও ছিল অসাধারণ। পাওয়ার প্লেতে তারা ৬০ রান করে। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট পড়ার কারণে লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তবে শেষদিকে মেহেদী মিরাজ মাত্র ১৬ বলে ৩৫ রানের ইনিংস খেলে আশার সঞ্চার করেছিলেন। কিন্তু ফিনিশিংয়ের অভাবে হেরে যায় বরিশাল।

সর্বশেষ খবর