মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নতুন যুবরাজ শামার

ক্রীড়া প্রতিবেদক

নতুন যুবরাজ শামার

ক্যারিবীয় ক্রিকেটের ‘যুবরাজ’ ব্রায়ান লারার চোখে জল! অবিশ্বাস্য। এ জল কষ্টের নয়, বেদনার নয়, আনন্দের। জশ হ্যাজলউডকে ইয়র্কারে বোল্ড করেন শামার জোসেফ। এরপর ইতিহাস। ইতিহাসের সাক্ষী ব্রিসবেন স্টেডিয়াম, সাক্ষী ক্রিকেটবিশ্ব, সাক্ষী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, অস্ট্রেলিয়া ক্রিকেট। ব্রিসবেনের মিডিয়াবক্সে বসে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানোর সাক্ষী ব্রায়ান লারা। সেই ইতিহাসের সাক্ষী হয়ে আনন্দে কেঁদেছেন ক্যারিবীয় যুবরাজ। উচ্ছ্বাস করেছেন, উল্লাস করেছেন। দেখেছেন ক্যারিবীয় ক্রিকেটের নতুন প্রজন্মের নতুন এক ‘যুবরাজ’ শামার জোসেফকে। যার হাত ধরে ক্রিকেটের উজ্জ্বল পথে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে অস্তাচলে পা বাড়ানো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।

শামার জোসেফ ২৪ বছরের এক তরতাজা তরুণ। গতি, সুইং, নিয়ন্ত্রণ ও বাউন্সারে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে বিপর্যস্ত করেছেন, বিধ্বস্ত করেছেন, নাস্তানাবুদ করেছেন। পায়ের বৃদ্ধাঙ্গুলিতে ব্যথানাশক ইনজেকশন নিয়ে ৮ রানের ঐতিহাসিক জয় পেতে যে জাদুকরী বোলিং করেছেন, তাতে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। তার চোখ ধাঁধানো পারফরম্যান্স রূপকথাকেও হার মানাবে। সেজন্যই হয়তো দক্ষিণ আফ্রিকার ৩৬০ ডিগ্রি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স লিখেছেন, ‘দ্য শামার জোসেফ ফেয়ারিটেল!’ কেন লিখবেন না! জাদুকরী বোলিং করে যেভাবে খাদের কিনারায় থাকা ওয়েস্ট ইন্ডিজকে জয় উপহার দিয়েছেন, তাতে লেখাই উচিত। অবিশ্বাস্য জয়ের ম্যাচে শামারের বোলিং স্পেল ১১.৫-০-৬৮-৭। জীবনের তাগিদে একসময় নৈশপ্রহরীর কাজ করেছেন। এরপর একটু উন্নত জীবনের আশায় দুর্গম জন্মস্থান ছেড়ে চলে আসেন গায়ানা। সেখানে রাজমিস্ত্রির কাজ করার ফাঁকে ফাঁকে লেবু ও টেপ টেনিস বল দিয়ে অনুশীলন করতেন। কষ্টের সর্বোচ্চটা স্বীকার করার পর শামার জোসেফ এখন ক্যারিবীয় ক্রিকেটের নতুন যুবরাজ, স্বপ্নদ্রষ্টা।

সর্বশেষ খবর