মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হকিতে সর্বোচ্চ পারিশ্রমিক আশরাফুলের

ক্রীড়া প্রতিবেদক

হকিতে সর্বোচ্চ পারিশ্রমিক আশরাফুলের

বড় তিন খেলার মধ্যে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগেই দাপট ধরে রেখেছে আবাহনী লিমিটেড। ফুটবলে জনপ্রিয় দলটির বেহাল দশা বলা যায়। টানা চার মৌসুম পেশাদার লিগে শিরোপা জিততে পারেনি। গত মৌসুমে ছিল ট্রফিশূন্য। এবার স্বাধীনতা কাপে ফাইনালে উঠতে পারেনি। মাত্র পাঁচ ম্যাচ খেললেও এখনই লিগে দৈন্যদশা। শীর্ষে থাকা বসুন্ধরা কিংস ৮ পয়েন্টে এগিয়ে আছে। মোহামেডানের চেয়েও পিছিয়ে সাত পয়েন্টে এখন আবাহনীর অবস্থান চারে। যাক এবার প্রিমিয়ার হকি লিগে চ্যাম্পিয়ন হতে চায়। বুধবার থেকে দল বদল শুরু হচ্ছে। তার আগে তারকা খেলোয়াড়দের টেনে ঘর গুছিয়ে নিয়েছে আবাহনী। পেনাল্টি কর্নার মাস্টার আশরাফুল ইসলাম মোহামেডানে থাকবেন না আবাহনীতে যোগ দেবেন এ নিয়ে চলছিল নানা গুঞ্জন। তার অবসান ঘটেছে, নতুন মৌসুমে আবাহনীর জার্সি গায়ে জড়িয়ে মাঠে স্ট্রিক ধরবেন। আশরাফুল আবাহনীতে যোগ দিয়েছেন সর্বোচ্চ ১০ লাখ টাকার পারিশ্রমিকে। আবাহনীর কর্মকর্তা জ্যাকি আহমেদ রিপনের হাতে টোকেন তুলে দিয়েছেন আশরাফুল। এতেই স্পষ্ট তিনি আর মোহামেডানে থাকছেন না।

সর্বশেষ খবর