মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অপ্রতিরোধ্য খুলনা টাইগার্স

ক্রীড়া প্রতিবেদক

অপ্রতিরোধ্য খুলনা টাইগার্স

মাশরাফি বিন মর্তুজার ফিটনেসের কথা তুলে হইচই ফেলে দিয়েছেন মোহাম্মদ আশরাফুল ও রাসেল আর্নল্ড। উত্তরও দিয়েছেন টাইগারদের সবচেয়ে সফল অধিনায়ক। চলতি বিপিএলে মাশরাফি খেলছেন সিলেট স্ট্রাইকার্সের পক্ষে। মাশরাফি বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক। চারবারের চ্যাম্পিয়ন। গত মৌসুমে সিলেটকে ফাইনালে নিয়ে যান। এবার অবশ্য গত মৌসুমের পারফরম্যান্সের ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না মাশরাফির সিলেটের। হেরেই চলেছে। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৮ উইকেটে সিলেটকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নেয়। শুভাগত হোমের চট্টগ্রাম পাঁচ ম্যাচে চতুর্থ জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থান রয়েছে। খুলনা টাইগার্স টানা চার ম্যাচ জিতে শীর্ষ স্থান ধরে রেখেছে। সিলেট টানা চতুর্থ ম্যাচ হেরেছে। চার ম্যাচে ৪ হারে পয়েন্ট টেবিলের সবার নিচে অবস্থান করছে দলটি। সিলেট প্রথমে ব্যাটিংয় নিয়ে ২০ ওভারে ৪ উইকেটে ১৩৭ রান করে। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন আইরিশ ক্রিকেটার হ্যারি টেক্টর। এ ছাড়া জাকির হাসান ৩১ ও রায়ান বার্ল অপরাজিত ৩৪ রান করেন। ম্যাচসেরা পাকিস্তানি বোলার বিলাল খান সুইংয়ে প্রতিপক্ষকে নাকাল করে ৪ ওভারের স্পেলে ২৪ রানের খরচে নেন ৩ উইকেট। টার্গেট ১৩৮ রান। বিশ্বকাপ ক্রিকেটার তানজিদ তামিম ৫০ রানের ইনিংস খেলেন ৪০ বলে ৩ চার ও ২ ছক্কায়। শেষ দিকে টম ব্রুস ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন ৪৪ বলে ৩ চার ও ২ ছক্কায়।

এদিকে খুলনা টাইগার্স অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। দুর্দান্ত ঢাকাকে ১০ উইকেটে হারিয়েছে তারা। অধিনায়ক এনামুল হক বিজয় ৪৮ বলে দুই ছক্কা ও চার বাউন্ডারি মেরে ৫৮* রান করেন। লুইস ২৬* রান করার পর ইনজুরিতে মাঠ ছাড়েন। পরে আফিফ হোসেন ২৭ বলে তিনটি ছক্কা ও একটি বাউন্ডারি মেরে ৩৭* রান তোলেন। এর আগে দুর্দান্ত ঢাকা ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে। মোহাম্মদ নাঈম ৪১, সাইম আইয়ুব ৩৫, অ্যালেক্স রোজ ২১ রান করেন। মোহাম্মদ নওয়াজ ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন। তিনি ম্যাচ সেরার পুরস্কার জেতেন।

সর্বশেষ খবর