মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল

বছরের প্রথম শিরোপা জিততে চান আফিদারা

ক্রীড়া প্রতিবেদক

বছরের প্রথম শিরোপা জিততে চান আফিদারা

২০২২ সালে নেপালের মাটিতে নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল বাংলাদেশ। চলতি বছর ঢাকায় হবে সাফে মেয়েদের শ্রেষ্ঠত্বের আসর। অধিনায়ক সাবিনা খাতুন ভারতীয় ঘরোয়া আসরে খেলতে যাওয়ার আগে বলে যান, ‘আমাদের লক্ষ্য একটাই- দেশের মাটিতেও ট্রফি জেতা।’ তবে তার আগে বছরের প্রথম শিরোপা জিততে চান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা। ২ ফেব্রুয়ারি ঢাকায় পর্দা উঠছে অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের। প্রথম দিনেই বাংলাদেশ লড়বে নেপালের বিপক্ষে। ৪ ফেব্রুয়ারি ভারত ও ৬ ফেব্রুয়ারি ভুটানের বিপক্ষে লড়াই। ৮ ফেব্রুয়ারি হবে ফাইনাল। গতকাল মিডিয়ার মুখোমুখি হয় নারী দল। অধিনায়ক আফিদা খন্দকার বলেন, ‘শিরোপা ধরে রাখতে চাই। দেশকে ফুটবলে বছরের প্রথম ট্রফি উপহার দিতে চাই। জানি লড়াই হবে চ্যালেঞ্জের। নেপাল ও ভারত শক্তিশালী প্রতিপক্ষ। ভুটানকেও হালকা চোখে দেখছি না। আমাদের কাছে প্রতিটি ম্যাচই ফাইনাল।’ কোচ সাইফুল বারী টিটুর কথা, ‘আমাদের শিরোপা জেতার সামর্থ্য রয়েছে। ম্যাচ টু বাই ম্যাচ খেলে বাংলাদেশ লক্ষ্যে পৌঁছতে চায়।’

সর্বশেষ খবর