বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

টাইগার যুবাদের প্রতিপক্ষ নেপাল

ক্রীড়া প্রতিবেদক

শুরু হয়ে গেছে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের সুপার সিক্স। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল মাঠে নামছে আজ। টাইগার যুবারা সুপার সিক্স শুরু করবে আইসিসি সহযোগী দেশ নেপাল ম্যাচ দিয়ে। ৩ ফেব্রুয়ারি মাহফুজুর রহমানের নেতৃত্বে টাইগার যুবারা মুখোমুখি হবে পাকিস্তানের। প্রতিটি গ্রুপ থেকে দুটি দল যুব বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে। টাইগার যুবারা সুপার সিক্স শুরু করছে এক জয় নিয়ে। গ্রুপ পর্বে দুই জয় পেলেও সুপার সিক্সে লেখা থাকছে এক জয়ের পয়েন্ট। কারণ মাহফুজরা গ্রুপ পর্বে জয় পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের বিপক্ষে। হেরেছে ভারতের কাছে। সুপার সিক্সে টাইগার যুবাদের নামের পাশে লেখা থাকছে সুপার সিক্সে সুযোগ পাওয়া আইরিশ পয়েন্ট। নিউজিল্যান্ডও এক জয়ের পয়েন্ট নিয়ে খেলছে। তবে ২টি করে জয় নিয়ে খেলছে ভারত ও পাকিস্তান। গ্রুপ থেকে সেমিফাইনালে খেলার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে দল দুটির। টাইগার যুবাদের সম্ভাবনাও রয়েছে। এজন্য সুপার সিক্সের দুটি ম্যাচই জিততে হবে এবং শেষ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে রান রেটের। সুপার সিক্সে একটি ম্যাচ জিতলেই মোটামুটি সেমিফাইনাল নিশ্চিত ভারতীয় যুবাদের। একটি জয় পেলেও পাকিস্তানও সেমিফাইনালের পথে এগিয়ে যাাবে।         

সর্বশেষ খবর