বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আম্বার ও পুলিশ প্রথম বিভাগে

ক্রীড়া প্রতিবেদক

আগামী মৌসুমে প্রথমবারের মতো প্রথম বিভাগ ক্রিকেট লিগে খেলবে আম্বার স্পোর্টিং ও বাংলাদেশ পুলিশ। আম্বার অপরাজিত দল হিসেবে প্রথম বিভাগে উঠেছে। পুলিশ লিগ পর্বে দুটি ম্যাচ হেরেছে। ২০২৩-২৪ ক্রিকেট মৌসুমে আম্বার খেলেছে ‘এ’ গ্রুপে। দলটি ১১ ম্যাচের ১০টিতে জিতেছে এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়। ১.৩৭২ রান রেটে ২১ পয়েন্ট নিয়ে সুপার লিগে জায়গা করে নেয় দলটি। পুলিশ সুপার লিগে খেলতে আসে ‘বি’ গ্রুপ থেকে।

পুলিশ ১১ ম্যাচে ৯টি জয়ী হয় এবং হার মানে দুই খেলায়। ১৮ পয়েন্ট সংগ্রহ করে ০.৭৩০ রান রেটে।

সর্বশেষ খবর