বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বিপিএল থেকে বিরতি মাশরাফির

জাতীয় সংসদে হুইপের দায়িত্ব নেওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম সংস্করণ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক

বিপিএল থেকে বিরতি মাশরাফির

বিপিএলের চলতি আসরে টানা পাঁচ ম্যাচ খেলেছেন মাশরাফি বিন মর্তুজা। কিন্তু পারফরম্যান্স যাচ্ছেতাই। উইকেট নিয়েছেন সাকুল্যে ১টি। এমন পারফরম্যান্স যেখানে, সেখানে সমালোচনার ঝড় উঠবে, খুবই স্বাভাবিক। উঠেছেও। ম্যাচগুলোতে মাশরাফি খেলেছেন তার ছায়া হয়ে। দেশের অন্যতম সেরা ক্রিকেটারের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন তুলেছেন মোহাম্মদ আশরাফুল, রাসেল আর্নল্ডের মতো ক্রিকেটাররা। মাশরাফিও উত্তর দিয়েছেন। তারপরও খেলেছেন। সিলেটের পক্ষে টানা পাঁচ ম্যাচ খেলার পর সিদ্ধান্ত নিয়েছেন, বিপিএল থেকে বিরতি নেবেন। কারণ পারফরম্যান্স কিংবা ফিটনেস নয়। রাজনৈতিক ব্যস্ততা। জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের হুইপ হিসেবে দায়িত্ব পেয়েছেন মাশরাফি। দ্বাদশ সংসদের অধিবেশন শুরু হয়েছে গত মঙ্গলবার। সেখানে সময় দিতেই তিনি বিপিএল থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন। দলটির ফ্র্যাঞ্চাইজি গতকাল বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। সিলেট স্ট্রাইকার্স বিজ্ঞপ্তিতে লিখেছে, ‘জাতীয় সংসদে হুইপের দায়িত্ব নেওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম সংস্করণ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি। রাজনৈতিক দায়িত্ব পালন ও ব্যস্ততার ফাঁকে সুযোগ মিললে এ মৌসুমে পরবর্তী সময়ে সিলেটের হয়ে খেলবেন মাশরাফি। সিলেট স্ট্রাইকার্সের সহঅধিনায়ক মোহাম্মদ মিঠুন মাশরাফির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন। ফ্র্যাঞ্চাইজি দল সিলেট স্ট্রাইকার্স দলের প্রতি মাশরাফির প্রতিশ্রুতি পূরণের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছে এবং তার ফেরার অপেক্ষায় আছে।’

সিলেট এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে সব হেরেছে। পয়েন্ট টেবিলের সবার নিচে থাকা দলটি গত মৌসুমেও বাজেভাবে শুরু করেছিল। শেষদিকে দুরন্ত পারফরম্যান্স করে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নেয়। যদিও চ্যাম্পিয়ন হতে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে। গত আসরের অধিনায়কও ছিলেন মাশরাফি। বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। চারবার শিরোপার স্বাদ নিয়েছেন অধিনায়ক হিসেবে। এ বছর তার খেলা সংশয়ে ছিল। কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহে খেলেছেন। শুধু তাই নয়, মাশরাফির অধিনায়কত্বের ওপরই আস্থা রাখে সিলেট স্ট্রাইকার্স। ৫ ম্যাচে তিনি রান করেছেন মাত্র ৮। ৭.৩ ওভার বোলিং করে ৫৮ রানের খরচে নিয়েছেন ১ উইকেট।

 

সর্বশেষ খবর