শিরোনাম
বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নারী ক্রিকেটের ফাইনাল কাল

নারী ক্রিকেটের ফাইনাল কাল

তিন জাতির অনূর্ধ্ব-১৯ টি-২০ নারী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। গতকাল পাকিস্তান নারী যুবাদের বিপক্ষে ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। তবে পাকিস্তানের জন্য ছিল ফাইনালে উঠার সমীকরণের ম্যাচ। এমন সমীকরণের ম্যাচে টাইগার নারী যুবারা পাত্তাই দেয়নি পাকিস্তানকে। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আগামীকাল টুর্নামেন্টের ফাইনাল। টি-২০ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এক জয়ে ফাইনাল খেলছে শ্রীলঙ্কা। ডাবল লিগ পদ্ধতির টুর্নামেন্টের এক ম্যাচে পাকিস্তানকে হারালেও আরেক ম্যাচ পরিত্যক্ত হয়। বাংলাদেশ প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ৩৬ রানে এবং গতকাল জয় পায় ৪ উইকেটে। টস হেরে প্রথম ব্যাটিংয়ে ২০ ওভারে পাকিস্তান সংগ্রহ করে ৫ উইকেটে ৯৬ রান। সামিয়া আনসারী ৪৮ রান করেন ৫৮ বলে ৫ চারে। আরিশা করেন ২৬ রান। টাইগারদের পক্ষে ম্যাচ সেরা রাবেয়া খান ১৬ রানের খরচে নেন ২ উইকেট। নারী যুবারা ১৭ ওভারেই জয়ের বন্দরে পা রাখে। সুমাইয়া আক্তার ৩৮ রান করেন ৪০ বলে ৩ চারে এবং আফিয়া ১৬ রান করেন এক চারে।

 

 

সর্বশেষ খবর