বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অনুপযোগী মাঠে আর কত ফুটবল

ক্রীড়া প্রতিবেদক

সংস্কারের কারণে দীর্ঘ সময় ধরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফুটবল গড়াচ্ছে না। তাই পেশাদার ফুটবল লিগের ভেন্যু নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। এবার কুমিল্লা ও সিলেটকে কোনো ক্লাবই ভেন্যু হিসেবে বেছে নিতে পারেনি। কুমিল্লা ক্রিকেটে ব্যস্ত। সিলেটকে কী কারণে লিগের ভেন্যু করা যায়নি পরিষ্কার নয়। এতে চাপটা আরও বেড়ে গেছে।

কিংস অ্যারিনা বসুন্ধরা ও শেখ রাসেল ক্রীড়া চক্রের হোম ভেন্যু। ঢাকা আবাহনী ও শেখ জামাল ধানমন্ডির যৌথ হোম ভেন্যু গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়াম। ঢাকা মোহামেডান বেশ কটি জেলার মাঠ দেখে ময়মনসিংহ রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম বেছে নিয়েছে। পুলিশ এফসিও এখানে হোম ম্যাচ খেলছে। মুন্সীগঞ্জ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম রহমতগঞ্জ ও চট্টগ্রাম আবাহনীর হোম ভেন্যু। রাজশাহী মুক্তিযোদ্ধা স্টেডিয়াম বেছে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন ও ফটিস এফসি। ‘বেছে নিয়েছে’ বলাটা কতটা যুক্তিসংযত তা নিয়েও প্রশ্ন রয়েছে। কেননা অনেকটা বাধ্য হয়েই ঢাকার বাইরে পাঁচ জেলায় ক্লাবগুলোকে হোম ভেন্যু করতে হয়েছে। এর চেয়ে উপযোগী মাঠও নেই। বসুন্ধরা কিংস অ্যারিনা ফুটবলে এখন সেরা ভেন্যু, এ নিয়ে সংশয় নেই। লিগ ছাড়া অন্য টুর্নামেন্ট তো আছেই, বাংলাদেশ জাতীয় দলের ম্যাচও এখানে হচ্ছে। তা না হলে বাফুফে বিপাকে পড়ে যেত। পেশাদার লিগে অন্যান্য ভেন্যু চলনসই হলেও বিশেষ এক স্টেডিয়াম ঘিরে ক্লাবগুলো রীতিমতো ক্ষুব্ধ। এমনকি যারা হোম ভেন্যু করেছে তারাও অনুপযোগী মাঠ নিয়ে বিরক্ত। এখানে ফুটবল খেলতে গিয়ে রীতিমতো যুদ্ধ করতে হয়, এমন কথাও বলেছেন বেশ কজন খেলোয়াড়। ভেন্যু সংকট ও অনুপযোগী মাঠ নিয়ে পেশাদার লিগের শুরু থেকেই বিতর্ক চলছে। তার পরও বাফুফে বা লিগ কমিটি কোনো সমাধান দিতে পারেনি। যে মাঠে খেলা যায় না সেখানে খেলা হয় কীভাবে? এর কি কোনো সমাধান নেই?

সর্বশেষ খবর