শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দাপুটে জয়ে শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

দাপুটে জয়ে শুরু বাংলাদেশের

নারী দলের সফল কোচ গোলাম রব্বানী ছোটনের পদত্যাগের পর বয়সভিত্তিক ফুটবলে গতকালই বাংলাদেশ প্রথম ম্যাচ খোলে। অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে কোচ সাইফুল বারী টিটুর জন্য শুরুটা চ্যালেঞ্জই ছিল। তাকে ভাগ্যবানই বলতে হয়। আসরে দাপুটে জয় দিয়ে যাত্রা করেছেন বাংলাদেশের মেয়েরা। গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারিয়েছেন আফিদা খন্দকাররা। নেপালের অধিনায়ক সারা বজ্রাচার্য বলেছিলেন, টুর্নামেন্ট ঘিরে প্রস্তুতিটা তাদের ভালো না হলেও প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়ে মিশন শুরু করবেন। তা আর পারেননি। বরং আফিদা কথা রেখেছেন। নেপালকে হারিয়ে ঠিকই মিশন শুরু করেছেন।

২০২১ সালে সাফের এ টুর্নামেন্ট ২১ বছর বয়সীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। সে আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন বাংলাদেশের মেয়েরা। এবার তা অনূর্ধ্ব-১৯-এ নেমে এসেছে। ঘরের মাঠে স্বাভাবিকভাবে বাংলাদেশের টার্গেট শিরোপা ধরে রাখা। কিন্তু বাংলাদেশের দলটি নতুনই বলা যায়। কেউ কখনো একসঙ্গে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। বিষয়টা চিন্তার হলেও কোচ টিটু বলেছিলেন, ‘এটিই আমাদের প্লাস পয়েন্ট। প্রতিপক্ষ জানে না আমাদের কার কেমন পারফরম্যান্স।’ প্রথম ম্যাচে কোচের কথা বাস্তব হয়েছে। নতুন হলেও বাংলার মেয়েরা দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করে বিজয়ের পতাকা উড়িয়েছেন।

সত্যি কথা বলতে কি, ছোটন কোচ থাকা অবস্থায় নারী বয়সভিত্তিক দল অপ্রতিরোধ্য ছিল। একাধিক টুর্নামেন্টে শিরোপা জেতার কৃতিত্ব রয়েছে। টিটুর প্রশিক্ষণে গতকাল বাংলাদেশের মেয়েরাও ভালো খেলেই জয় পেয়েছেন। প্রথম ১০ মিনিট এলোমেলো থাকলেও এরপর পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করেছেন আফিদা, সাগরিকারা। ছুটির দিন দর্শক এসেছিল প্রচুর। মেয়েদের নৌপুণ্য দেখে মুগ্ধ তারা। পুরুষ ফুটবলে নেপাল আতঙ্ক হলেও বাংলাদেশের মেয়েরা প্রায়ই তাদের হেসেখেলে হারাচ্ছেন। ১০ নম্বর জার্সিতে সাগরিকা ছিলেন মানানসই। বাংলাদেশের আক্রমণে মূল হাতিয়ার ছিলেন তিনি। ৪০ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর বাংলাদেশের ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আকতার। দ্বিতীয়ার্ধে সুকরিয়া ব্যবধান কমালেও সাগরিকা ফের গোল করে বাংলাদেশের বিজয় নিশ্চিত করেন। আগামী ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে লড়বে ভারতের বিপক্ষে। ৬ ফেব্রুয়ারি প্রতিপক্ষ ভুটান। ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুনামেন্টের ফাইনাল।

দিনের প্রথম ম্যাচে ভারত উড়িয়ে দিয়েছে ভুটানকে। ০-০ গোলে জয় পেয়েছে তারা। ভারতের হয়ে বিজয়ী দলের পূজা একাই চার গোল করেছেন। আরেক হ্যাটট্রিক করেন শিবানী দেবী। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিলো ভারত। মেনেকা, আরিনা, সুরঞ্জনা বাকি তিন গোল করেন।

সর্বশেষ খবর