শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কিংস অ্যারিনা মাতিয়ে রাখছে আলট্রাস

ক্রীড়া প্রতিবেদক

কিংস অ্যারিনা মাতিয়ে রাখছে আলট্রাস

ক্লাব ফুটবলে সমর্থক অনেক গুরুত্বপূর্ণ। ইউরোপিয়ান ক্লাবগুলো সমর্থকদের বাদ দিয়ে ফুটবলের কথা ভাবতেও পারে না। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে সমর্থকরা অনেক বড় ভূমিকা রাখেন সেখানে। বাংলাদেশে একসময় আবাহনী ও মোহামেডানের অনেক কট্টর সমর্থক ছিল। অতীতের সেই জৌলুস এখন আর নেই এ দুই ক্লাবের। তবে নতুন করে আশা জাগিয়ে তুলেছে বসুন্ধরা কিংস। গত ছয় বছরে বাংলাদেশের ফুটবলের চেহারা অনেকটাই বদলে দিয়েছে এই ক্লাব। জাতীয় দলের উন্নয়নেও রাখছে বড় ভূমিকা। এ ক্লাবকে ঘিরে গড়ে উঠেছে এক বড় সমর্থকগোষ্ঠী। নাম বসুন্ধরা কিংস আলট্রাস। গত বছর ক্লাবের কাছ থেকে অফিশিয়াল স্বীকৃতিও পেয়েছে তারা। আজও নিশ্চয়ই মাঠে থাকবে আলট্রাস। লিগ ম্যাচে মোহামেডানের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস।

বসুন্ধরা কিংস অ্যারিনায় ম্যাচ হলেই লাল রঙের উৎসব চোখে পড়ে। সেখানে আলট্রাস দলবেঁধে ছুটে আসে। কিংসের পেছনে তারা ছুটে যায় বিভিন্ন শহরে। দলের জয়ে উচ্ছ্বাস করে। প্রতিনিয়ত উজ্জীবিত করে দলকে। বসুন্ধরা কিংসের কোচ ও ফুটবলাররা প্রায়ই সমর্থকদের পাশে পেয়ে নিজেদের উজ্জীবিত হওয়ার কথা জানান। জাতীয় দলের   বেশকটি ম্যাচ হয়েছে কিংস অ্যারিনায়। সেসব ম্যাচেও ফুটবল সমর্থকদের সরব উপস্থিতি ছিল। শুরুর দিকে বসুন্ধরা কিংস আলট্রাসদের পরিচিতি খুব একটা না থাকলেও নানা আয়োজনে তারা নিজেদের অবস্থান তুলে ধরেছে। গ্যালারিতে কালার স্মোক ওড়ানোর সূচনা করে তারা। বাংলাদেশের ফুটবলে এটি এক নতুন সংযোজন।

প্রতিপক্ষ দলের সমর্থকদের প্রতিও রয়েছে আলট্রাসের যথেষ্ট সম্মান। গত নভেম্বরে বসুন্ধরা কিংস অ্যারিনায় এএফসি কাপের ম্যাচ দেখতে এসেছিলেন মোহনবাগানের সমর্থকগোষ্ঠী  ‘মেরিনার্স বেইজক্যাম্প-আলট্রাস মোহনবাগান’-এর কয়েকজন সদস্য। বসুন্ধরা কিংস আলট্রাস তাদের উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি উপহারসামগ্রীও দেয়। গত বছর স্বাধীনতা কাপের ফাইনালের আগে মোহামেডান ফ্যান ক্লাবকে ফুলেল শুভেচ্ছা জানায় কিংস আলট্রাস।

আগামীতে নিজেদের লক্ষ্য জানাতে গিয়ে বসুন্ধরা কিংস আলট্রাসের প্রতিষ্ঠাতা মো. সারোয়ার আলম খান বলেন, ‘আমাদের লক্ষ্য দেশীয় ফুটবলে আলট্রাসের উচ্ছলতাকে সর্বত্র ছড়িয়ে দেওয়া।’ ইউরোপিয়ান ফুটবলে মত্ত থাকা ফুটবল সমর্থকগোষ্ঠীকে দেশের গ্যালারিতে নিয়ে আসতে চায় আলট্রাস।

সর্বশেষ খবর