শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অবশেষে সিলেট পেল জয়ের দেখা

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

অবশেষে সিলেট পেল জয়ের দেখা

একের পর এক ম্যাচ হেরেই যাচ্ছিল সিলেট স্ট্রাইকার্স। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তারা জয়ের দেখা পায়নি। এমনকি ঘরের মাঠেও দলটির পারফরম্যান্স ছিল খুবই হতাশাজনক। টানা পাঁচ ম্যাচ হারার পর ষষ্ঠ ম্যাচে বেশকিছু পরিবর্তন আনল দলটি।

তাদের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নেই। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ মিথুন। এ ম্যাচে যেন আগের জার্সিও পাল্টে ফেলল সিলেট! তারা খেলতে নামল নতুন জার্সি পরে। আর এই ছোট ছোট ঘটনাগুলোই যেন টনিক হিসেবে কাজ করল। গতকাল প্রথম জয়ের দেখা পেল সিলেট। যেন আনন্দের বন্যা বইয়ে গেল গোটা স্টেডিয়ামে।

দুর্দান্ত ঢাকাকে ১৫ রানে হারাল স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান করে দলটি। তারপর প্রতিপক্ষকে ১২৭ রানে আটকে দিয়ে দারুণ এক জয় তুলে নিল।

মোহাম্মদ মিথুন খেললেন ক্যাপ্টেন্স নক! একপ্রান্ত আগলে রেখে ৪৫ বলে তার ৫৯ রানের ইনিংসটি সত্যিই অসাধারণ। শেষ ওভারে আউট হওয়ার আগে তিনটি বিশাল ছক্কা ও চারটি দৃষ্টিনন্দন চারের মারে স্বাগতিক দর্শককে মাতিয়ে দেন।

তবে মিথুন দারুণ ব্যাটিং করার পরও ম্যাচসেরা হতে পারেননি। ৩০ রানে ৪ উইকেট নিয়ে সেরা হয়েছেন সিলেটের জিম্বাবুইয়ান তারকা পেসার রিচার্ড এনগারাভা।

দুর্দান্ত ঢাকা হারলেও এ ম্যাচে দারুণ বোলিং করেছেন পেসার শরিফুল ইসলাম। ঢাকার হয়ে খেলা জাতীয় দলের এই তারকা ৪ ওভারের বোলিং কোটায় মাত্র ২৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। বিপিএলে এখন পর্যন্ত (ঢাকা-সিলেট ম্যাচ) ১০ উইকেট নিয়ে তিনিই সর্বোচ্চ উইকেট শিকারি বোলার।

ঢাকার আরেক পেসার জাতীয় দলের তারকা তাসকিন আহমেদও দারুণ বোলিং করেছেন। ৪ ওভারে তিনি দিয়েছেন মাত্র ১৯ রান, একটি উইকেটও নিয়েছেন। স্পিনার আরাফাত সানিও ভালো করেছেন। ২৩ রানে দুই উইকেট নিয়েছেন তিনি।

তবে ঢাকার বোলাররা দাপট দেখালেও ব্যাটসম্যানদের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। সর্বোচ্চ ২৭ রান এসেছে তাসকিনের ব্যাট থেকে। টপঅর্ডারের পর মিডল অর্ডারও ব্যর্থ। আসরে পাঁচ ম্যাচে ঢাকার চতুর্থ হার এটি।

অন্যদিকে এমন জয়ে যেন স্বস্তি ফিরেছে সিলেটবাসীর মনে। কনকনে শীতের মধ্যে খেলা দেখতে আসা দর্শকরা গতকাল হাসিমুখে ফিরেছেন ঘরে।

সর্বশেষ খবর