শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শেখ রাসেলের আবারও ড্র পুলিশকে হারাল আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

শেখ রাসেলের আবারও ড্র পুলিশকে হারাল আবাহনী

হোম ভেন্যু কিংস অ্যারিনায় ফটিস এফসির সঙ্গে আগের ম্যাচে গোলশূন্য ড্র করেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। গতকাল একই ভেন্যুতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এবার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডসের বিপক্ষে গোলহীন ম্যাচে পেশাদার ফুটবল লিগে সাবেক চ্যাম্পিয়নরা পয়েন্ট ভাগাভাগি করেছে। টানা ছয় ম্যাচে অপরাজিত থেকে ফুটবলপ্রেমীদের নজর কাড়ছে পুরান ঢাকার প্রাচীনতম দলটি। ৬ পয়েন্ট নিয়ে টেবিলে ৫-এ উঠে এলো রহমতগঞ্জ। অন্যদিকে সমান পয়েন্ট থাকলেও গোলব্যবধানে পিছিয়ে রাসেলের অবস্থান ৮-এই।

এবিজি পেশাদার লিগে ম্যাচে প্রভাব বিস্তার করেও গোলের দেখা পায়নি শেখ রাসেল। বুরুন্ডির ফুটবলার সোলেমানি লান্ডির পরিশ্রমী খেলা চোখে পড়ে। শেখ রাসেলের আক্রমণের উৎস তিনিই ছিলেন। সতীর্থরা জালে আর বল পাঠাতে পারেননি। দ্বিতীয়ার্ধে জাতীয় দলের স্ট্রাইকার সুমন রেজাকে মাঠে পাঠিয়েও লাভ হয়নি শেখ রাসেলের। রহমতগঞ্জও পাল্টা আক্রমণ চালায়। কিন্তু গোলরক্ষক মিতুল মারমার দৃঢ়তায় বল জালে জড়ায়নি। মিতুলই ম্যাচসেরা পুরস্কার পান। জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু তার হাতে ক্রেস্ট তুলে দেন।

এদিকে ময়মনসিংহ রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকা আবাহনী ২-১ গোলে পুলিশ এফসিকে হারিয়েছে। আগের ম্যাচে নিজ ভেন্যুতে বসুন্ধরা কিংসের কাছে ০-২ গোলে হেরে যায় আবাহনী। নিজেদের ষষ্ঠ ম্যাচে জয়ে ফিরতে শুরু থেকে তৎপর ছিলেন ক্রসিয়ানির শিষ্যরা।

১২ মিনিটে এগিয়ে যায় আবাহনী। জনাথন ফার্নাদেজ প্রতিপক্ষের ডিফেন্ডারকে বোকা বানিয়ে জানে বল পাঠান। ৫০ মিনিটে হৃদয়ের দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ৬৪ মিনিটে আবাহনীর আসাদুজ্জামান বাবলু নিজেদের জালে বল পাঠালে পুলিশ ব্যবধান কমায়। ছয় ম্যাচে তিন জয়, দুই হার ও এক ড্রয়ে আবাহনী ৩-এ উঠল। ৭ পয়েন্ট নিয়ে পুলিশ চতুর্থ স্থানে।

সর্বশেষ খবর