শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

যুবাদের সামনে জটিল সমীকরণের ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে নেপালের বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। তবে সেই জয়েও কাজ হচ্ছে না। আজ পাকিস্তানের বিপক্ষে বেশ বড় ব্যবধানেই জয় পেতে হবে টাইগার যুবাদের। দক্ষিণ আফ্রিকার উইলোমুর পার্কে মুখোমুখি হচ্ছে পাকিস্তান-বাংলাদেশ। সেমিফাইনালে খেলতে হলে বাংলাদেশকে কেবল জিতলেই হবে না, সমীকরণও মেলাতে হবে। প্রথমে ব্যাটিং করে ২৫০ রান করলে জিততে হবে অন্তত ৫১ রানে। পাকিস্তান আগে ব্যাটিং করে ২৫০ করলে বাংলাদেশকে টার্গেট পাড়ি দিতে হবে ৩৯ ওভারে। ২০০ রানের মধ্যে আটকে রাখতে পারলে কাজটা বেশ সহজ হবে। সেক্ষেত্রে ৩৮.৪ ওভারে জিতলেই সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ২০২০ সালে ভারতকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ২০২২ সালে সুপার লিগে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিয়েছে টাইগার যুবারা।

 এবার কি সেই পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে পারবে বাংলাদেশ!

সর্বশেষ খবর