রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

টেস্ট থেকে বিশ্রাম চাইলেন তাসকিন

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট থেকে বিশ্রাম চাইলেন তাসকিন

তাসকিন আহমেদ। বাংলাদেশ ক্রিকেটের পেস স্কোয়াডের অন্যতম সেরা বোলার। গতির ঝড় তুলে প্রতিপক্ষ দলকে বিধ্বস্ত করার বহু রেকর্ড আছে তাসকিনের। টাইগারদের অন্যতম সেরা ডানহাতি পেসার টেস্ট, ওয়ানডে ও টি-২০- তিন ফরম্যাটেরই চুক্তিভুক্ত ক্রিকেটার। কিন্তু কাঁধের ইনজুরিতে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারছেন না। এজন্য টেস্ট ক্রিকেট থেকে বিশ্রাম চেয়েছেন ডানহাতি ফাস্ট বোলার। লাল বল ও সাদা পোশাকের টেস্ট ক্রিকেট খেলতে চাইছেন না। তবে সাদা বল ও রঙিন পোশাকের ওয়ানডে ও টি-২০ খেলার আগ্রহের কথা জানিয়ে চিঠি দিয়েছেন বিসিবিকে। যদিও ক্রিকেট বোর্ড তার বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়নি। তাসকিনের টেস্ট না খেলার বিষয়ে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘তাসকিন আপাতত কিছু সময়ের জন্য টেস্ট থেকে বিশ্রাম চাচ্ছে। অনেকে ভাবছে, সে আর টেস্ট খেলতে চায় না। এটা ঠিক নয়। শ্রীলঙ্কা সিরিজে হয়তো আমরা তাসকিনকে বিশ্রাম দেব। বিশ্বকাপের বছর, ওর একটা পুরনো ইনজুরি আছে। তাই ওয়ার্কলোড ম্যানেজ করারও বিষয় আছে। ছুটি দেওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি। নির্বাচক, কোচ, ফিজিওরও মতামত নিতে হবে। সব মিলিয়ে আলোচনার পর কিছু একটা হবে।’ তিনটি করে টি-২০ ও ওয়ানডে এবং দুই টেস্ট খেলতে ১ মার্চ বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। টি-২০ সিরিজ শুরু ৪ মার্চ। ওয়ানডে সিরিজ শুরু ১৩ মার্চ এবং টেস্ট সিরিজ শুরু ২২ মার্চ।

সর্বশেষ খবর