সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে উঠে গেল বাংলাদেশের মেয়েরা। গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তাফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে যোগ করা সময়ে গোল করে ভারতকে হারায় বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৩-১ গোলে নেপালকে হারিয়ে যাত্রা শুরু করে। ম্যাচে জোড়া গোল করে মোসাম্মাৎ সাগরিকা জয়ের পেছনে বড় ভূমিকা রাখেন। গতকালও তার গোলে বাংলাদেশ হারাল ভারতকে। দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের ২ মিনিটেই অধিনায়ক আফিদা খন্দকারের কাছ থেকে বল পেয়ে সাগরিকা জালে বল পাঠালে দর্শকরা উল্লাসে মেতে ওঠেন। এই জয়ে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ফাইনালে উঠে গেল বাংলাদেশ।

আগামীকাল ভুটানের বিপক্ষে লিগের শেষ ম্যাচ খেলবে আফিদারা। হেরে যাওয়ায় ভারতের ফাইনাল ঝুলে থাকল। আগামীকাল নেপালের বিপক্ষে তারা লড়বে। ৮ ফেব্রুয়ারি ফাইনাল খেলতে হলে ভারতকে এ ম্যাচ জিততেই হবে। অবশ্য ড্র করলেও গোল ব্যবধানে ভারতের ফাইনালে যাওয়া সম্ভাবনা রয়েছে। প্রথম ম্যাচে তারা ভুটানকে ১০-০ গোলে বিধ্বস্ত করেছিল। গতকাল নেপাল ১-০ গোলে ভুটানকে পরাজিত করে।

সর্বশেষ খবর