সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সৌদি আরবে আবারও জামালদের ক্যাম্প

ক্রীড়া প্রতিবেদক

গত বছর মার্চে সৌদি আরবে প্রায় তিন সপ্তাহ কন্ডিশনিং ক্যাম্প করেছিল বাংলাদেশ ফুটবল দল। এমন নিবিড় অনুশীলনে উপকারও হয় ফুটবলারদের। সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল খেলায় নাকি সেই কন্ডিশনিং ক্যাম্পের ফল, এমনটাই দাবি করেছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচ খেলবেন জামাল ভূঁইয়ারা। প্রতিপক্ষ হিসেবে ফিলিস্তিন কতটা শক্তিশালী তা অজানা নয় কাবরেরার। এবার এশিয়ান কাপে শক্তিশালী দেশগুলোকে পেছনে ফেলে নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল। অবশ্য এরপর আর এগোতে পারেনি।

কোচ চাচ্ছেন ফিলিস্তিনির বিপক্ষে নামার আগে নিবিড় প্রশিক্ষণে যাওয়া। জাতীয় দলের ম্যানেজমেন্ট কমিটি কাবরেরার কথা গুরুত্ব দিয়েছে। কমিটি চেয়ারম্যান ও বাফুফে সহসভাপতি নাবিল আহমেদ গতকাল মিডিয়াকে জানান, এবারও জাতীয় দল সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করবে। ২ মার্চ সৌদির উদ্দেশে দেশ ছাড়বে ফুটবলাররা। ১৭ মার্চ পর্যন্ত সেখানে অবস্থান করবে। আল তাইফ শহরের কিং ফাহাদ স্টেডিয়ামে হবে ক্যাম্প। ২৫ ফেব্রুয়ারি চূড়ান্ত দল ঘোষণা করবেন কাবরেরা। সৌদিতে দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে। ২১ মার্চ কিংস অ্যারিনায় হওয়ার কথা থাকলেও ফিলিস্তিনের অনুরোধে আগে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। কুয়েতে হবে ম্যাচটি। ২৬ মার্চ কিংস অ্যারিনায় হবে হোম ম্যাচ।

সর্বশেষ খবর