মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ইস্টবেঙ্গলের জার্সিতে সানজিদার গোল

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ নারী দলের দুই ফুটবলার সাবিনা খাতুন ও সানজিদা আক্তার প্রথমবার একে অপরের মুখোমুখি হয়েছেন। বাংলাদেশ জাতীয় দলে দুজনই একসঙ্গে খেলেন। বাংলাদেশ নারী লিগেও তারা বসুন্ধরা কিংসে খেলেছেন। দলকে উপহার দিয়েছেন হ্যাটট্রিক শিরোপা। গতকালই একে অপরের বিপক্ষে লড়লেন। ইন্ডিয়ান উইমেন্স লিগে সাবিনার দল কিক স্টার্ট এফসি ও সানজিদার ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল। দুই দলের লড়াইয়ে সাবিনা জিতে গেছেন। ৩-১ গোলে হারিয়েছে সানজিদার ইস্টবেঙ্গলকে। ভারতীয় লিগে এ নিয়ে তৃতীয়বার খেলছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক। অভিষেক আসরেই সাবিনা শিরোপা জয়ের অংশীদার হন। সানজিদা অভিষেক ম্যাচে না পারলেও দ্বিতীয় ম্যাচে গোল পেয়েছেন। কিন্তু দল না জেতায় খারাপ লাগছে তার।

সাবিনার দল জয় পেলেও শুরুতে তিনি একাদশ ছিলেন না। শেষ দিকে বদলি হিসেবে নামেন। সানজিদা বলেন, ‘আমি আমার সামর্থ্য দিয়ে খেলেছি। তবে শুরুতে সাবিনা আপাকে না দেখায় অবাক হয়েছি। মনে হচ্ছিল দুজনার লড়াইটা হচ্ছিল না। শেষের দিকে তিনি নামলে দৌড়ে গিয়ে হাত মিলায়। ম্যাচ শেষে দুজন সেলফিও তুলেছি।’

সর্বশেষ খবর