মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সিরিজে সমতা আনল ভারত

বুমরাহর বিস্ফোরক বোলিং

ক্রীড়া ডেস্ক

সিরিজে সমতা আনল ভারত

বাজবল ক্রিকেট খেলে হায়দরাবাদ টেস্ট জিতেছিল ইংল্যান্ড। বিশাখাপট্টমে এক দিন হাতে রেখেই জয় তুলে নিয়েছে রোহিত শর্মার ভারত। প্রতিশোধ নিয়েছে হায়দরাবাদ টেস্টে হারের। জশপ্রীত বুমরাহর বিধ্বংসী বোলিংয়ে ভারত ১০৬ রানের জয় তুলে সিরিজে সমতা এনেছে। ৩৯৯ রানের টার্গেটে খেলতে নেমে জশপ্রীতের বিধ্বংসী বোলিংয়ে ২৯২ রানে অলআউট হয় ইংল্যান্ড। রাজকোটে পাঁচ টেস্ট ম্যাচ সিরিজের তৃতীয়টি মাঠে গড়াবে ১৫ ফেব্রুয়ারি। ৩৯৯ রানের টার্গেটে তৃতীয় দিন ইংল্যান্ড ১ উইকেটে ৬৭ রান সংগ্রহ করে। টেস্ট জিততে শেষ দুই দিন ইংল্যান্ডের দরকার ৩৩২ রান এবং স্বাগতিক ভারতের প্রয়োজন ৯ উইকেট। এ রান তাড়া করতে নেমে ৬৯.২ ওভারে ৩৩২ রানে অলআউট হয় সফরকারীরা। সফরকারীদের গুঁড়িয়ে দেন বুমরাহ ও রবিচন্দন অশ্বিন। দুজনই ৩টি করে উইকেট নেন। ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন জ্যাক ক্রলি। টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করেন ইয়াশাভি জয়সোয়াল। খেলেন ২০৯ রানের ইনিংস। বুমরাহ প্রথম ইনিংসে ৪৫ রানে ৬ উইকেটের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন ৪৬ রানের খরচে।

 

সংক্ষিপ্ত স্কোর

ভারত : প্রথম ইনিংস, ৩৯৬ ও দ্বিতীয় ইনিংস, ২৫৫

ইংল্যান্ড : প্রথম ইনিংস, ২৫৩ ও দ্বিতীয় ইনিংস, ২৯২/১০, ৬৯.২ ওভার (জ্যাক ক্রলি ৭৩, রেহান ২৩, ওলি পোপ ২৩, জো রুট ১৬, জনি বেয়ারস্টো ২৬, বেন স্টোকস ১১, ফোকস ৩৬, হার্টলি ৩৬, বাশির ০, অ্যান্ডারসন ৫*। জশপ্রীত বুমরাহ ১৭.২-৪-৪৬-৩, মুকেশ ৫-১-২৬-১, কুলদীপ ১৫-০-৬০-১, অশ্বিন ১৮-২-৭২-৩, আকসার ১৪-১-৭৫-১)

ফল : ভারত ১০৬ রানে জয়ী

ম্যাচসেরা : জশপ্রীত বুমরাহ

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর