মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
রাচিন রবীন্দ্র

৪ নম্বর টেস্টেই ডাবল সেঞ্চুরি

৪ নম্বর টেস্টেই ডাবল সেঞ্চুরি

ক্যারিয়ারের চতুর্থ টেস্টেই ডাবল সেঞ্চুরি আগের ৩ টেস্টের ছয় ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ১৮ রান। সেটা আবার ৮ নম্বর পজিশনে। বাকি ৫ ইনিংসে ব্যাট করেছেন ৭ নম্বর পজিশনে। মাউন্ট মঙ্গানুইয়ে প্রথমবার ৪ নম্বরে ব্যাট করেছেন রাচিন রবীন্দ্র। খেলেছেন ২৪০ রানের নান্দনিক এক ইনিংস। ক্যারিয়ারে এটাই তার প্রথম সেঞ্চুরি। সেটা আবার ডাবল সেঞ্চুরি। ৩৬৬ বলের ইনিংসটিতে ছিল ২৩টি চার ও ৩টি ছক্কা। অবশ্য একই দিন রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক নেইল ব্রান্ড। নেতৃত্বের অভিষেকে ১১৯ রানে ৬ উইকেট নেন।

 

 

 

সর্বশেষ খবর