বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কী কথা হলো পাপন সালাউদ্দিনের

ক্রীড়া প্রতিবেদক

কী কথা হলো পাপন সালাউদ্দিনের

দুজনায় দীর্ঘদিন ধরে দেশের বড় দুই ক্রীড়া ফেডারেশনের সভাপতি। নাজমুল হাসান পাপন ক্রিকেট বোর্ডের সভাপতি, অন্যদিকে কাজী সালাউদ্দিন ফুটবল ফেডারেশনের। ভিন্ন ফেডারেশন হলেও প্রায় ১০ মাস আগে তাদের তর্কবিতর্ক জমে উঠেছিল। এ নিয়ে ক্রীড়াঙ্গনে আলোচনা তুঙ্গে উঠেছিল। এর আগে কখনো দুই ফেডারেশনের কথা কাটাকাটি হয়নি। শুরুটা সালাউদ্দিনই করেছিলেন, পাল্টা জবাব দেন পাপন। পাপন বিসিবি সভাপতির পাশাপাশি এখন দেশের ক্রীড়ামন্ত্রী। সেক্ষেত্রে শুধু ক্রিকেট নয়, দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবকও তিনি। সব খেলার তদারকি করাটা তার দায়িত্ব হয়ে পড়েছে। মন্ত্রীর দায়িত্ব নিয়েই পাপন বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বসেছিলেন, সমস্যার কথা শুনেছেন এবং সমাধানের আশ্বাসও দিয়েছেন।

বাইপাস সার্জারির কারণে সালাউদ্দিন চিকিৎসকের পরামর্শে বাসাতেই অবস্থান করছেন। ফেডারেশন কর্মকর্তাদের বৈঠকের সময় প্রথমেই পাপন বাফুফের কর্মকর্তাদের কাছে জানতে চান অস্ত্রোপচারের পর সালাউদ্দিন ভাই কেমন আছেন। এটাও বলেছিলেন, সময় ঠিক করে সালাউদ্দিন ভাইকে বাসায় দেখতে যাব। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় অংশ নিতে ক্রীড়ামন্ত্রী কিছুদিন দেশের বাইরে ছিলেন। ঢাকায় আসার পর মন্ত্রী প্রথম সূচি ছিল সালাউদ্দিনের সঙ্গে দেখা করা। দুজনার মধ্যে যে ধরনের কথার যুদ্ধ হয়েছিল তাতে কেউ কেউ ভেবেছিলেন দুজনার কখনো যদি কোথাও দেখা হয় কথা বলবেন না কেউ। এ ব্যাপারে ক্রীড়ামন্ত্রী বললেন, ‘সামান্য কিছু হওয়া মানে তো সম্পর্ক শেষ হয়ে যাওয়া নয়। আমরা একে অপরকে দীর্ঘদিন ধরে চিনি ও জানি। আমি তো তাঁর ভক্ত ছিলাম। সালাউদ্দিন ভাইয়ের অধিকাংশ খেলা আমি মাঠে গিয়ে দেখেছি। উনি তো খেলাধুলার দেশের প্রথম সুপার স্টার। তাঁর মতো ফুটবলার আর কি দেখা গেছে? সত্যি বলতে কী আগেই সালাউদ্দিন ভাইকে দেখতে যেতাম কিন্তু নির্বাচনে ব্যস্ত থাকার কারণে সম্ভব হয়নি।’

সালাউদ্দিন মিডিয়ার সঙ্গে কথা বলেননি। বলেছেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। বাফুফের সভাপতির গুলশানের বাসা থেকে বের হয়েই মিডিয়ার মুখোমুখি হন পাপন। প্রথম প্রশ্নই ছিল কী কথা হলো আপনাদের। পাপন বললেন, ‘সালাউদ্দিন ভাইকে দেখে ভালোই লাগল। আল্লাহর রহমতে উনি অনেক সুস্থ। হাঁটাচলা করছেন। আর কথা তো তাঁর ফেডারেশনের কলিগদের সঙ্গে হয়েছে। আমি তো তাকে দেখতে এসেছিলাম। শরীরের খোঁজখবর নিয়েছি। ব্যাস এতটুকুই।’

সর্বশেষ খবর