বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

‘আমরা খুব বেশি অকৃতজ্ঞ’

ক্রীড়া প্রতিবেদক

‘আমরা খুব বেশি অকৃতজ্ঞ’

চোখের সমস্যায় কিছুদিন থেকে কেবল বোলার হিসেবে খেলছিলেন সাকিব আল হাসান। কখনো কখনো ব্যাট হাতে শেষ দিকে নামছিলেন। কয়েক ম্যাচে তো ব্যাট হাতে বাইশগজেই যাননি। এই সময়ে বিশ্বসেরা অলরাউন্ডারকে দুয়োধ্বনিও শুনতে হয়েছে। সাকিব বাইশগজে গেলেই ‘ভুয়া, ভুয়া’ বলেছে দর্শকের একাংশ। ঘরের মাঠে একজন বিশ্বসেরা অলরাউন্ডারকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে- বিষয়টা যেন আহত করেছে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহানকে। গতকাল রংপুর রাইডার্সের জয়ের পর সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন বলেন, ‘আমাদের ক্রিকেট এ জায়গায় আসার পেছনে সাকিব ভাইয়ের অনেক বেশি অবদান রয়েছে। আমার কাছে মনে হয় আমরা খুবই বেশি অকৃতজ্ঞ, যে খুব তাড়াতাড়ি ভুলে যাই। অনেক সময় মাঠে যে ধরনের ঘটনা (ইনসিডেন্ট) হচ্ছে, এটা আসলে আমাদের ক্ষেত্রে হলে অনেক সময় মানা যায়, তার (সাকিব) ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য না।’

সর্বশেষ খবর