বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বসুন্ধরা কিংস-শেখ জামাল গ্রুপ চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কিংস-শেখ জামাল গ্রুপ চ্যাম্পিয়ন

হঠাৎ করেই বসুন্ধরা কিংস এলোমেলো। আগের ম্যাচে পেশাদার লিগে ঘরের মাঠে মোহামেডানের কাছে হেরেছে। গতকাল ফেডারেশন কাপে ব্রাজিলিয়ান নির্ভরযোগ্য ফুটবলার মিগেল ফিগেরা লালকার্ড দেখেছেন। এরপরও এবিজি বসুন্ধরা ফেডারেশন কাপে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়নরা। গতকাল মুন্সীগঞ্জ শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ রাসেল ক্রীড়াচক্রকে ১-০ গোলে হারায়। ৩৬ মিনিটে দুরূহ কোণ থেকে গফুরভ গোল করেন। এ জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে ওঠার লড়াইয়ে লড়বে কিংস। রবসনরা যেমন ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন তেমনি শেখ রাসেলও জাল চিনতে পারেনি। দুই ম্যাচ হারলেও শেখ রাসেলের টিকে থাকার ক্ষীণ আশা জেগে রয়েছে। সেরা তৃতীয় হিসেবে তারা যেতে পারবে কি না তা শুধু অপেক্ষা। জিতলেও হতাশার সঙ্গী হয় কিংস। তর্ক করার কারণে মিগেল ফিগেরাকে লালকার্ড দেখান রেফারি।

এদিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল খেলবে। গতকাল গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে শেখ জামাল ২-২ গোলে ড্র করে পুলিশ এফসির সঙ্গে। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে জামাল গ্রুপসেরা ও ২ পয়েন্টে গ্রুপ রানার্সআপে পুলিশ শেষ আটে।

সর্বশেষ খবর