বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

ক্রীড়া প্রতিবেদক

চার জাতি সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ৮ ফেব্রুয়ারি দুই দেশ শিরোপা জিততে লড়বে। নেপাল ও ভারতকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিলেন আফিদি খন্দকাররা। গতকাল নেপালকে ৪-০ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় ভারত। কমলাপুর বীর শ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে ভুটানকে পরাজিত করে। ফাইনালকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ নিয়মিত কয়েকজন খেলোয়াড়কে বিশ্রামে রাখে। এর পরও ভুটান সুবিধা করতে পারেনি। ৩ ম্যাচ হেরেই মিশন শেষ করেছে তারা।

সর্বশেষ খবর