বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

‘মিস্টার কেরানীগঞ্জ’ ১০ ফেব্রুয়ারি

ক্রীড়া প্রতিবেদক

‘মিস্টার কেরানীগঞ্জ’ ১০ ফেব্রুয়ারি

বুড়িগঙ্গা নদীর ওপারে পরিচিত জনপদ কেরানীগঞ্জ। ১০ ফেব্রুয়ারি এই জনপদে শুরু হচ্ছে সাড়ে ৮ লাখ টাকা প্রাইজমানির ‘মিস্টার কেরানীগঞ্জ প্রতিযোগিতা-২০২৪’। প্রতিযোগিতার আয়োজক হামিদ স্পোর্টস একাডেমি। প্রতিযোগিতায় অংশ নেবে কেরানীগঞ্জের ৪০ জন এবং সারা দেশের আরও ৮০ জন বডিবিল্ডার। সব মিলিয়ে ১২০ প্রতিযোগী অংশ নেবেন ৬ ক্যাটাগরিতে। অবশ্য স্থানীয়দের উৎসাহিত করতে একটি বাড়তি ক্যাটাগরি রাখা হয়েছে প্রতিযোগিতায়।’  বিজয়ীকে পুরস্কার দেওয়া হবে ১ লাখ টাকা এবং ক্রেস্ট। প্রতিযোগিতার উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ্-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে মিডিয়ার মুখোমুখিতে প্রতিযোগিতার বিশদ আলোচনা করেন হামিদ স্পোর্টস একাডেমির পরিচালক সারওয়ার হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন ‘মিস্টার কেরানীগঞ্জ’ প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক স্বর্ণপদকজয়ী সাবেক বডিবিল্ডার  রুসলান হোসেন। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে বসুন্ধরা গ্রুপ, শাহ সিমেন্ট, টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ এবং এসকিউ গ্রুপ। প্রতিযোগিতা শেষে গান পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড দল ‘আর্টসেল’।

 

সর্বশেষ খবর