বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জর্ডানের ইতিহাস

ক্রীড়া ডেস্ক

জর্ডানের ইতিহাস

ফিফা র‌্যাঙ্কিয়ে ৬৪ ধাপ পিছিয়ে। আবার কখনো ম্যাচ জেতা হয়নি প্রতিপক্ষের বিপক্ষে। তার পরও ফেবারিট দক্ষিণ কোরিয়াকে হারিয়ে এশিয়ান কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নিল জর্ডান। এ এক ইতিহাস, জর্ডান এশিয়ান কাপের ফাইনালে খেলবে কেউ কখনো ভাবেনি। আর জর্ডানবাসীর ধারণা ছিল গ্রুপে পর্বে হয়তোবা ভাগ্যের জোরে কোনো ম্যাচ ড্র করবে। ইতিহাস বদলে দিয়ে সেই জর্ডান এশিয়া জয়ের কাছাকাছি। তাজিকিস্তানকে হারিয়ে প্রথমবার সেমিফাইনালে ওঠে মধ্যপ্রাচ্যের দেশটি। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ ছিল দক্ষিণ কোরিয়া। হিসাব এখানে একটাই ছিল, জর্ডানের হারের ব্যবধান কতটা বড় হবে।

দক্ষিণ কোরিয়া ফুটবলে এমন পর্যায়ে পৌঁছে গেছে ইউরোপ বা লাতিনদেরও জয়ের নিশ্চয়তা দেওয়া যায় না। মঙ্গলবার রাতে কাতার আহমদ বিন আলি স্টেডিয়ামে ঘটে গেল এশিয়ান কাপের ইতিহাসে বড় অঘটন। যোগ্যতার প্রমাণ দিয়ে দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারায় জর্ডান। প্রথমার্ধে গোলশূন্য ড্র থাকলেও ৫৩ মিনিটে ইয়াজান আল নাইমাতের গোলে এগিয়ে যায় জর্ডান। তখনো মনে হচ্ছিল কোরিয়া ঠিকই ম্যাচ জিতে ফাইনালে যাবে। ৬৬ মিনিটেই মুসা আল তামারির গোলে ব্যবধান ২-০ হওয়ার পরও কেউ বিশ্বাস করতে পারছিল না জর্ডান জিতবে। শেষ পর্যন্ত মাথা নিচু করেই মাঠ ছাড়তে হলো কোরিয়ানদের।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর