শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রাইডার্সে নতুন তারকা

ক্রীড়া প্রতিবেদক

রাইডার্সে নতুন তারকা

টম মুরস (ইংল্যান্ড) রংপুর রাইডার্স

এক দিনের বিরতি শেষে আজ ফের মাঠে গড়াচ্ছে বিপিএল। মাঠে নামছে খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স, দুর্দান্ত ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুপুর ২টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রান রেটে চার নম্বরে থাকা খুলনা ও ছয় নম্বরে থাকা সিলেট। সন্ধ্যা ৭টায় লড়াই করবে পয়েন্ট তালিকার তলানিতে থাকা ঢাকা ও বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। রান রেটে পয়েন্ট টেবিলে সবার ওপরে রংপুর রাইডার্স। দুইয়ে থাকা চট্টগ্রামের পয়েন্ট রংপুরের সমান হলেও রান রেটে পিছিয়ে। রংপুর ও চট্টগ্রামের পয়েন্ট ৭ ম্যাচে ১০। রংপুরের রান রেট ১.৪৬২, চট্টগ্রামের রান রেট -০.১৬৫। কুমিল্লা ও খুলনার পয়েন্ট ৬ ম্যাচে ৮। কুমিল্লার রান রেট ১.২৮১ ও খুলনার রান রেট ০.৫৩৫। আজ ঢাকার বিপক্ষে জিতলে রান রেটে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার সুবর্ণ সুযোগ রয়েছে কুমিল্লার।  

পিএসএল শুরু হচ্ছে ১৭ ফেব্রুয়ারি। বিপিএল খেলতে আসা পাকিস্তানের চুক্তিভুক্ত ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, আমের জামাল, সাইয়ুম আইযুবরা গত পরশু রাতের মধ্যে ঢাকা ছেড়েছেন। অবশ্য সাবেক অধিনায়ক শোয়েব মালিক থাকছেন ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। কারণ তিনি চুক্তিভুক্ত ক্রিকেটার নন। এ ছাড়া খেলবেন আহমেদ শেহজাদ। পিএসএলে কোনো দল পাননি তিনি। আফগানিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের জন্য মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, নাজিবুল্লাহ জাদরান, আভিষ্কা ফার্নান্দো ও দাসুন শানাকারা বিপিএল ছেড়ে চলে গেছেন। এসব তারকা চলে যাওয়ায় কোনো সন্দেহ নেই বিপিএল তারকাশূন্যতায় ভুগছে। তারপরও কয়েকজন তারকা ক্রিকেটার খেলছেন এখনো।

সর্বশেষ খবর