শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ওয়ানডেতে শ্রীলঙ্কার প্রথম ডাবল সেঞ্চুরি নিশাঙ্কার

ক্রীড়া ডেস্ক

ওয়ানডেতে শ্রীলঙ্কার প্রথম ডাবল সেঞ্চুরি নিশাঙ্কার

ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে প্রায় ২৮ বছর আগে ১৯৯৬ সালে। অথচ ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দেশটির ব্যক্তিগত কোনো ডাবল সেঞ্চুরির ইনিংস ছিল না। দেশটি জন্ম দিয়েছে কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনা, সনাৎ জয়সুরিয়া, তিলকরত্নে দিলশান, ডি সিলভারের মতো লিজেন্ড ক্রিকেটার। এরা সবাই সেঞ্চুরি করেছেন। কিন্তু কেউই ডাবল সেঞ্চুরির ইনিংস খেলতে পারেননি। এদের সবাইকে পেছনে ফেলে দ্বীপরাষ্ট্রের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির করেছেন ওপেনার পাথুম নিশাঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে পাল্লেকেলেতে ২১০ রানের অপরাজিত ইনিংস খেলেন ১৩৯ বলে ২০ চার ও ৮ ছক্কায়। জয়সুরিয়ার ১৮৯ রান এতদিন ছিল দেশটির সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। উদ্বোধনীতে আভিষ্কা ফার্নান্দোকে নিয়ে ২৬.২ ওভারে ১৮২ রান যোগ করেন। নিশাঙ্কার রেকর্ড গড়া ব্যাটিংয়ে আফগানিস্তানের বিপক্ষে ৫০ ওভারে ৩ উইকেটে ৩৮১ রান করে স্বাগতিক শ্রীলঙ্কা। ৩৮২ রান তাড়া করতে নেমে আফগানিস্তান ৬ উইকেটে ৩৩৯ রান করে ৪২ রানে হেরে যায়। মোহাম্মদ নবী ১৩৬ ও আজমতউল্লাহ কামারজাই অপরাজিত ১৪৯ রান করেন।

সর্বশেষ খবর