শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

তৌহিদের সেঞ্চুরিতে কুমিল্লার জয়

ক্রীড়া ডেস্ক

তৌহিদের সেঞ্চুরিতে কুমিল্লার জয়

বিপিএলের চলতি আসরে প্রথম ক্রিকেটার হিসেবে তিন অঙ্কের জাদুকরী ইনিংস খেলেছেন তৌহিদ হৃদয়। আসরের ২৬তম ম্যাচে গতকাল প্রথম সেঞ্চুরি হয়েছে। সেঞ্চুরি করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তৌহিদ। তার সেঞ্চুরিতে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ৪ উইকেটে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে। ৭ ম্যাচে ১.৪৬২ রান রেটে ১০ পয়েন্ট নিয়ে সবার ওপরে রংপুর রাইডার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পয়েন্ট ৭ ম্যাচে ১০ এবং রান রেট ১.১৩০। ৭ ম্যাচে সমান ১০ পয়েন্ট নিয়েও -০.১৬৫ রান রেটে তিনে অবস্থান করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৮ ম্যাচে টানা ৭ হারে সবার নিচে দুর্দান্ত ঢাকা। বিপিএলের ২৫ ম্যাচ পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আভিস্কা ফার্নান্দোর। ফরচুন বরিশালের বিপক্ষে আভিস্কা ৯১ রানের অপরাজিত ইনিংসটি খেলেছিলেন মাত্র ৫০ বলে ৫ চার ও ৭ ছক্কায়। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ছিল সিলেটের জাকির হাসানের অপরাজিত ৭০। গতকাল সবগুলো স্কোর টপকে আসরের প্রথম সেঞ্চুরি করেছেন তৌহিদ হৃদয়। ১০৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন মাত্র ৫৭ বলে ৮ চার ও ৭ ছক্কায়। ঢাকার পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন মোহাম্মদ নাইম শেখ।

 

সংক্ষিপ্ত স্কোর

দুর্দান্ত ঢাকা : ১৭৫/৪, ২০ ওভার (নাইম শেখ ৬৪, সাইফ হাসান ৫৭, রস ২১*, ফোর্ড ৪-০-৩৫-৩, অ্যালিস ৪-০-২৯-১, জ্যাকস ৪-০-২৪-০, মুস্তাফিজ ২-০-৩৩-০, তানভির ২-০-১৪-০, রিফার ৪-০-৩৭-০)।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৭৬/৬, ১৯.৫ ওভার (তৌহিদ হৃদয় ১০৮*, গেস্ট ৩৪, । শরিফুল ৪-০-৩২-২, তাসকিন ৪-০-৪৫-০, আরাফাত ৪-০-৩৩-১, ইরফান ২.৫-০-২৪-১, চাতুরাঙ্গা ৪-০-২১-১, সাইফ ১-০-২০-০)

ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪ উইকেটে জয়ী

ম্যাচসেরা : তৌহিদ হৃদয়

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর