রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জমজমাট মিস্টার কেরানীগঞ্জ প্রতিযোগিতা

কেরানীগঞ্জ প্রতিনিধি

জমজমাট মিস্টার কেরানীগঞ্জ প্রতিযোগিতা

হামিদ স্পোর্টস একাডেমির উদ্যোগে গতকাল কেরানীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘মিস্টার কেরানীগঞ্জ’ প্রতিযোগিতা। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আকর্ষণীয় এ প্রতিযোগিতায় দেশের ১৭৮ জন বডিবিল্ডার অংশ নিয়েছেন। ৬ ক্যাটাগরিতে বডিবিল্ডাররা শিরোপা জিততে লড়েছেন। ৮ লাখ টাকা প্রাইজমানির প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করেছে বসুন্ধরা গ্রুপ, শাহ সিমেন্ট, টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ এবং এসকিউ গ্রুপ। মিস্টার কেরানীগঞ্জ চ্যাম্পিয়নশিপে প্রথম হয়েছেন সুমন দাস, দ্বিতীয় শেখ জামাল, তৃতীয় ইমরান খান। এ ছাড়াও প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে ছয়টি ক্যাটাগরিতে বডি বিল্ডিং আন্তঃকেরানীগঞ্জে প্রথম হয়েছেন তানভীর ইসলাম, দ্বিতীয় আফিফ ও তৃতীয় আসাদুজ্জামান। ম্যান ফিজিক আন্তঃকেরানীগঞ্জে প্রথম হয়েছেন হাবিব, দ্বিতীয় সবুজ হোসেন এবং তৃতীয় মনির হোসেন। এ ছাড়া অন্য ক্যাটাগরিতেও দেওয়া হয়েছে পুরস্কার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হামিদ স্পোর্টস একাডেমির পরিচালক ড. সীমা হামিদ।

সর্বশেষ খবর