রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সৌম্য-মাহমুদুল্লাহর ১৩৯ রানের জুটিতে চাপা পড়ল ঢাকা

ক্রীড়া প্রতিবেদক

স্কোর বোর্ডে জ্বলজ্বল করছে ২.৫ ওভার শেষে ফরচুন বরিশালের স্কোর ৩ উইকেটে ১৯। তামিম ইকবালের দলকে চেপে ধরেছে তাসকিন আহমেদের দুর্দান্ত ঢাকা। সেই বিপর্যয় থেকে দলকে টেনে নিয়ে যান সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদ। দুজনে প্রতিপক্ষের সব আক্রমণ প্রতিরোধ করে চতুর্থ উইকেট জুটিতে ১৩৯ রান যোগ করেন মাত্র ১৪.১ ওভারে। দুজনেই হাফ সেঞ্চুরি করেন। মাহমুদুল্লাহ সাজঘরে ফিরলেও অপরাজিত থেকে যান সৌম্য। দুজনের জোড়া হাফ সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৮৯ রান করে ফরচুন বরিশাল। সৌম্য অপরাজিত থাকেন ৭৫ রানে এবং মাহমুদুল্লাহ সাজঘরে ফেরেন ৭৩ রানে। সৌম্য ৮৫ রানের ইনিংস খেলেন ৪৮ বলে ৪ চার ও ৬ ছক্কায়। মাহমুদুল্লাহ ইনিংসটি খেলেন ৪৭ বলে ৭ চার ও ৪ ছক্কায়। দুজনে চতুর্থ উইকেট জুটিতে ১৩৯ রান করেন, যা চলতি আসরে সর্বোচ্চ।

পরে ব্যাট করতে নেমে দুর্দান্ত ঢাকা ১৯.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। অ্যালেক্স রস ৩০ বলে ৫২ রান করেন।

 চট্টগ্রাম-সিলেট ম্যাচে চতুর্র্থ উইকেট জুটিতে শাহাদাত হোসেন দীপু ও নাজিবুল্লাহ জাদরান ১২১ রানের অপরাজিত জুটি গড়েছিলেন।

শুধু চতুর্থ জুটিতে নয়, যে কোনো উইকেটে সবচেয়ে বেশি রানের জুটি সৌম্য-মাহমুদুল্লাহর। এখন পর্যন্ত আসরে শত রানের জুটি হয়েছে ৫টি। ১৯০ রানের টার্গেটে খেলতে নেমে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৩ রান করে ঢাকা।

সর্বশেষ খবর