রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

তিন পেনাল্টি গোলে শিরোপা কাতারের

ক্রীড়া প্রতিবেদক

তিন পেনাল্টি গোলে শিরোপা কাতারের

প্রথমবারের মতো ফাইনালে উঠে ইতিহাস গড়েছিল জর্ডান। স্বপ্নের ট্রফিও ঘরে যাবে আশা ছিল তাদের। রূপকথা আর লেখা হলো না তাদের। এশিয়ান কাপ ফুটবলে শিরোপা জিতল স্বাগতিক কাতারই। গতকাল লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩-১ গোলে জর্ডানকে হারিয়ে টানা দ্বিতীয়বার ট্রফি জিতল ২০২২ সালে বিশ্বকাপ আয়োজকের দেশটি।

জর্ডানের দুর্ভাগ্য তারা হেরেছে তিন পেনাল্টি গোলে। তিনটি গোল করে ফাইনালে হ্যাটট্রিক করেছেন আকরাম আফিফ। বড় কোনো ফুটবল আসরে তিন পেনাল্টি গোলে শিরোপা জেতা এটিই প্রথম। ২২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন আকরাম আফিফ। ৬৭ মিনিটে সমতায় ফেরে জর্ডান। ইয়াজান আল নাইমত প্রতিপক্ষ ডিফেন্ডারদের বোকা বানিয়ে তিনি জালে বল পাঠান। ৭৩ মিনিটে আবারও পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে জর্ডান। এবারও গোল করেন আকরাম। তবে এই পেনাল্টি নিয়ে বিতর্কও আছে। কারণ রেফারি সিদ্ধান্ত দেওয়ার আগে বক্সে কাতারের এক খেলোয়াড়ের হাতে বল লাগলেও তা রেফারি এড়িয়ে যান। সমতা ফেরাতে আপ্রাণ চেষ্টা করেও পারেনি জর্ডান। বরং যোগ করা সময়ে তৃতীয় পেনাল্টি থেকে গোল করে কাতারের শিরোপা নিশ্চিত করেন আকরাম আফিফ। ২০১৯ সালে দেশটি প্রথমবারের মতো এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়। জাপান এশিয়ান কাপে সর্বোচ্চ ৪ বার শিরোপা জিতেছে।

সর্বশেষ খবর