সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

লক্ষ্য এখন সুপার ফোর

ক্রীড়া প্রতিবেদক

লক্ষ্য এখন সুপার ফোর

নুরুল হাসান সোহান, সাকিব আল হাসান, জিমি নিশাম, রেজা হেনরিকসরা দারুণ খেলছেন। এসব ক্রিকেটারের ধারাবাহিক পারফরম্যান্সে ছুটছে রংপুর রাইডার্স। ঢাকা, সিলেট এবং ঢাকা-তিন পর্ব শেষে পয়েন্ট টেবিলের সবার ওপরে রংপুর রাইডার্স। কাল থেকে শুরু চট্টগ্রাম পর্ব। দলগুলোর জন্য এই পর্ব ভীষণ গুরুত্বপূর্ণ। চট্টগ্রামে যে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে, তাতে নির্ধারিত হবে সুপার ফোরের চার দল। তিন পর্ব শেষে সবার আগে সুপার ফোরের লড়াই থেকে বাদ পড়েছে দুর্দান্ত ঢাকা। ৯ ম্যাচে টানা ৮ হারে দলটি পয়েন্ট টেবিলে সবার নিচে। সবার ওপরে রংপুর রাইডার্স। ৮ ম্যাচে ৬ জয়ে দলটির পয়েন্ট ১২। রান রেট ১.৬১৩। ১০ পয়েন্ট দুই দলের। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পয়েন্ট ৭ ম্যাচে ৫ জয়ে ১০। রান রেট ১.১৩০। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রামের রান রেট -০.৫০৫। এই তিন দল ছাড়াও সুপার ফোরে ওঠার লড়াইয়ে রয়েছে ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকার্স। প্রতিটি দল আসরে ১২টি করে ম্যাচ খেলবে। বরিশাল ও খুলনার পয়েন্ট সমান ৮। তবে খুলনা খেলেছে ৭ ম্যাচ এবং বরিশাল ৮ ম্যাচ। ৯ ম্যাচ খেলে সিলেটের পয়েন্ট ৬। দলটির পক্ষে সুপার ফোরে খেলা অনেক কঠিন।

দুই দিনের বিরতি শেষে কাল শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। বন্দরনগরীতে দুপুর দেড়টায় খেলা শুরু হবে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ দিয়ে। সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। আসর থেকে ছিটকে পড়েছে ঢাকা। কিন্তু দলটির দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ নাইম শেখ ও শরিফুল ইসলাম দারুণ পারফরম্যান্স করেছেন। বিশেষ করে বামহাতি পেসার শরিফুল দারুণ গতি ও সুইংয়ে বোলিং করে ৯ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন। ধারাবাহিক পারফরম্যান্সে সবার ওপরে বামহাতি পেসার। দারুণ ব্যাটিং করেছেন নাইম শেখও। ৯ ম্যাচে ১২৭.২৭ স্ট্রাইক রেটে ২৬৬ রান করেছেন বামহাতি ওপেনার। আসরে এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরি তৌহিদ হৃদয়ের। ঢাকার বিপক্ষে ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন কুমিল্লার পক্ষে খেলা ব্যাটার। আসরে শীর্ষ ৫ ব্যাটারের চারজনই স্থানীয়। সাকিব দারুণ বোলিং করছেন। সর্বশেষ দুটি ম্যাচে রানও করেছেন বামহাতি অলরাউন্ডার। শীর্ষ ৫ বোলারের চারজনই স্থানীয়।  

সর্বশেষ খবর