সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ম্যাক্সওয়েলের ৫৫ বলে অপরাজিত ১২০

ক্রীড়া ডেস্ক

ম্যাক্সওয়েলের ৫৫ বলে অপরাজিত ১২০

মাসল পুল নিয়ে বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ওই সেঞ্চুরিটিকে ওয়ানডে ক্রিকেটের অন্যতম সেরা ইনিংস ধরা হয়। অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাক্সওয়েল এবার আরও একটি রেকর্ডস গড়েন। গতকাল অ্যাডিলেডে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২০ রানের ইনিংস খেলেন তিনি। ৫৫ বলের সেঞ্চুরিতে ছিল ১২ চার ও ৮ ছক্কা। তার রেকর্ডগড়া সেঞ্চুরিতে ৩ ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয়টিতে অস্ট্রেলিয়া জিতল ৩৪ রানে। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই টি-২০ সিরিজ নিশ্চিত করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। টেস্ট সিরিজ ড্র করলেও ওয়ানডে সিরিজ জিতেছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েলের ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে ২০ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৪১ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ থেমে যায় ২০৭ রানে। বিশ্ব চ্যাম্পিয়নরা প্রথম টি-২০ জিতেছিল ১১ রানে। সেঞ্চুরির ইনিংস খেলে ম্যাক্সওয়েল স্পর্শ করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। দুজনেরই সেঞ্চুরি সংখ্যা ৫টি করে। সিরিজের তৃতীয় শেষ টি-২০ ম্যাচ আগামীকাল পার্থে।

          

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া : ২৪১/৪, ২০ ওভার (ওয়ার্নার ২২, মার্শ ২৯, ম্যাক্সওয়েল ১২০*, স্টয়নিস ১৬, ডেভিড ৩১*। আকিল ৩-০-৩২-০, হোল্ডার ৪-০-৪২-২, জোসেফ ৪-০-৩১-১, রাসেল ৪-০-৫৯-০, শেফার্ড ৪-০-৪৮-১, পাওয়েল ১-০-১৮-০)।

ওয়েস্ট ইন্ডিজ : ২০৭/৯, ২০ ওভার (চার্লস ২৪, পুরান ১৮, পাওয়েল ৬৩, রাসেল ৩৭, শেফার্ড ১২, হোল্ডার ২৮*। বেহরেনডর্ফ ৪-০-৫৫-১, হ্যাজলউড ৪-১-৩১-২, জনসন ৪-০-৩৯-২, স্টয়নিস ৪-০-৩৬-৩, জাম্পা ৪-০-৩৯-১)

ফল : অস্ট্রেলিয়া ৩৪ রানে জয়ী

ম্যাচসেরা : গ্লেন ম্যাক্সওয়েল

সর্বশেষ খবর